প্রথম মৌলিক গানেই বাজিমাত করেছেন পেশায় ব্যাংক কর্মকর্তা নিয়াজ মাখদুম। গানকে পেশা হিসেবে না নিলেও নেশা ছিলো অনেক আগে থেকেই। প্রবাদে আছে প্রতিভা আর আলোকে কখনও দাবিয়ে রাখা যায় না – সেই প্রবাদকেই আরও একবার সত্য প্রমাণ করলেন নিয়াজ।
আশরাফুল আলম ব্যাকুলে লেখা গানটিতে নিজেই সুর করে কন্ঠ দেন নিয়াজ। নামী দামী কোন ইউটিউব চ্যানেলে পাবলিশ না করা হলেও গানটি শ্রোতাদের মনে ঠিকই জায়গা করে নেয়। গানের কথাগুলো অত্যন্ত চমৎকার এবং গভীর অর্থবহ। সে অনুযায়ী সুর দিয়ে গাওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি, আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে- জানান নিয়াজ।
গানটির ইউটিউব লিংক
What is the most important information I should know about anastrozole Arimidex priligy en france