পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

0
69

চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নীলক্ষেত মোড়ে অবরোধ করেন তারা। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধাতের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে৷

ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, ‘‘আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে৷ শুধু মাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি। এমন হয়রানি মেনে নেয়া হবে না। অবিলম্বে চলমান পরীক্ষা নিতে হবে।’’

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সভায় সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here