নবম ও দশম শ্রেণির হিসাববিজ্ঞান : হিসাববিজ্ঞান পরিচিতি

0
17

সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের   হিসাববিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেতে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায়গুলো আন্ডারলাইন করে পড়বে ও গুরুত্বপূর্ণ তথ্য খাতায় নোট করে রাখবে।

১১কাকে ব্যবসায়ের ভাষা বলা হয়?

(ক) হিসাববিজ্ঞানকে (খ) ব্যবস্থাপনাকে (গ) কৃষিবিজ্ঞানকে (ঘ) উৎপাদন ব্যয়কে

১২নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা?

(ক) পুঁজি সংগ্রহ (খ) মেধাবীদের বৃত্তি প্রদান (গ) শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য (ঘ) সঠিক সম্মানী দান

১৩হিসাব নিরীক্ষার প্রয়োজন হয় না কোন প্রতিষ্ঠানে?

(ক) শিক্ষা প্রতিষ্ঠানে  (খ) দাতব্য প্রতিষ্ঠানে (গ) সরকারি প্রতিষ্ঠানে (ঘ) পরিবারে

১৪আধুনিক হিসাববিজ্ঞানের জনক কে?

(ক) লুকা প্যাসিওলি (খ) রবার্ট জনসন (গ) ফিলিপ কটলার (ঘ) আর. এন. কার্টার

১৫রাজস্ব বিভাগে শুল্ককর  ভ্যাট জমা দেয়ার মাধ্যমে সৃষ্টি হয়-

(i) দায়িত্ব বোধ (ii) ধর্মীয় অনুশাসন (iii) রাষ্ট্রের প্রতি জবাবদিহিতা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৬হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?

(ক) ফলাফল নির্ণয় (খ) আর্থিক অবস্থা নিরূপণ (গ) অর্থনৈতিক তথ্য পরিবেশন  (ঘ) লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ

১৭লাভক্ষতির পরিমাণ নির্ণয় হিবাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য?

(ক) বিশেষ (খ) প্রধান (গ) অন্যতম (ঘ) সাধারণ

১৮নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই হলো

(ক) সুবিধা (খ) উদ্দেশ্য (গ) জবাবদিহিতা (ঘ) জালিয়াতি রোধ

১৯হিসাববিজ্ঞানের উন্নতি কোনটির সাথে সম্পর্কিত?

(ক) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি (খ) বিনিময় প্রথা চালুর (গ) মুদ্রা প্রচলনের (ঘ) হিসাব লিপিবদ্ধকরণের

২০হিসাবরক্ষকের প্রস্তুতকৃত হিসাব বিবরণী থেকে মালিক  ব্যবস্থাপক কী করেন?

(ক) মূলধন গঠনের সিদ্ধান্ত নেন (খ) কাজের পরিকল্পনা গ্রহণ করেন (গ) ঋণ গ্রহণ করেন (ঘ) হিসাব প্রস্তুত করেন

উত্তর : ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. গ, ১৯. ক, ২০. খ।

প্রশান্ত দাস
সিনিয়র শিক্ষক (হিসাববিজ্ঞান), সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here