নিপুণ আক্তার নন, জায়েদ খানই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারের বৈধ অধিকারী বলে সিদ্ধান্ত দিল হাই কোর্ট।
জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করে বুধবার রায় দিয়েছে আদালত।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।
এর ফলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে আপাতত আর বাধা থাকছে না জায়েদ খানের। তবে তাতে আইনি লড়াই শেষ হচ্ছে না, কারণ নিপুণ এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।
জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট, এর ফলে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে আর কোনো প্রতিবন্ধকতা নেই।”
অন্যদিকে নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই রায়ের বিরুদ্ধে আগামীকালই আপিল বিভাগে যাব।”