বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ‘বাংলা ওয়াশ’ শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ প্রতিপক্ষকে নাস্তানাবুদ করলে ঘুরে ফিরে আলোচনায় আসে ‘বাংলা ওয়াশ’। কিন্তু বাংলাদেশ নিজেরাই এবার হয়ে গেলো ‘বাংলা ওয়াশ।’ কারণ ত্রিদেশীয় এই সিরিজের নামকরণ করা হয়েছিল ‘বাংলা ওয়াশ।’
সিরিজে প্রথমে পাকিস্তান, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হারের পর আবারও বাবর আজমদের বিপক্ষে একই ফল বাংলাদেশের। কোনও জয় ছাড়াই শেষ হলো বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্ব।
এই সিরিজটি বাংলাদেশের জন্য ছিল বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চই। কিন্তু সেটিকে আদর্শ প্রস্তুতির মঞ্চ বানাতে ব্যর্থ সাকিব আল হাসানরা।
শেষ ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। কিন্তু বোলিং ও ফিল্ডিং ব্যর্থতার গল্পগুলো একই। এই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের রসদ মজুদ করার সুযোগ ছিল। কিন্তু টানা চার হারে শূন্য হাতে বিশ্বকাপ মঞ্চে যাচ্ছে সাকিবরা।
Hello there! Do you know if they make any plugins to assist
with SEO? I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very good success.
If you know of any please share. Many thanks! You can read similar article here: Warm blankets