তৌহিদুল হকের কবিতা – নির্বাসনে যাবো

0
107

তৌহিদুল হকের নতুন কবিতা নির্বাসনে যাবো প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।  কবিতায় কবি তাঁর প্রিয়তমাকে পাবার আকাঙ্ক্ষাকে তীব্রভাবে ফুটিয়ে তুলতে নির্বাসনে যাবার কথা বলেছেন।

 নির্বাসনে যাব
-তৌহিদুল হক


আমি যাযাবর হয়ে হেঁটে যাব পৃথিবীর প্রাচীন সভ্যতা
ইনকা অ্যাজটেক সিন্ধু মেসেপটেমিয়া।
আমি আমাজনের ঘন জঙ্গলের কোণে কোণে
এঁকে দেব আমাদের প্রেমচিহ্ন, প্রিয়া।
আমি নীলনদ পাড়ি দিয়ে শরতের নির্মেঘ আকাশে
ছড়িয়ে দেব ঐ নীল নয়নের মায়া।

আমি সাহারা মরুভূমির বুকে ফোটাব হাজার পুষ্পকানন
তোমার ভাবনার রঙে এনে দেব তাতে প্রাণ;
আমি আটলান্টিক, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে
বঙ্গোপসাগরের উপকূলে হব উত্তাল জয়গান।

আমি হিমালয় কাঞ্চনজংঘা হতে আলপ্সের চূড়ায়
তোমার নিশান উড়িয়ে ভুলে যাব ভ্রান্তি-নিরাশা;
আমি মহাকাশ জুড়ে মৃত নক্ষত্রের বুকে জ্বেলে দেব
আরও কোটি বছর বেঁচে থাকবার আশা।

আমি নির্বাসনে যাব, আজ যদি না পাই তোমার দেখা,
আমার প্রেরণা হবে তোমায় নিয়ে আমার কবিতা লেখা।


লেখকঃ আয়কর কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here