ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজের সময়সূচি

0
53

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঐতিহ্যবাহী এ মসজিদটিতে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:০০টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:০০ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন–মসজিদের সিনিয়র ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন– মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ নাজীর মাহমূদ।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৮:০০টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল ৮:৩০ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮:০০ টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আজিমপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮:০০ টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

চলমান করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের এসব জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here