ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

0
17

দে‌শে লকডাউন শেষ হওয়ায় মহাসড়‌কে চল‌তে শুরু ক‌রে‌ছে যাত্রীবাহী বাসসহ বি‌ভিন্ন যানবাহন। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অং‌শে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মহাসড়কের ক‌রটিয়া থেকে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও প‌রিবহনচালকরা।

যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম যানজটের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এখন পর্যন্ত সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here