ঢাকায় একদিনে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২ । রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একদিনে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ । গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে ২৩০ পিস ইয়াবা, এক কেজি ২৫ গ্রাম গাঁজা, ১০ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।
সম্পাদনাঃ ডেস্ক