জ্যোতির ব্যাটে ৯ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়

0
64

নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সবশেষ জিতেছিল ২০১৪ সালে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৬ উইকেটে। ৫১ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

 মঙ্গলবার সকালে টেসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক চামারী আতাপাত্ত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ২০ রানে ২ টি এবং ত্রিশা, সুলতানা, রাবেয়া এবং নাহিদা ১ টি করে উইকেট লাভ করে। বাংলাদেশের সামনে ১৪৬ রানের টার্গেট মোটেও সহজ ছিলো না। সাথে লঙ্কানদের বিপক্ষে ৯ বছরের জয় খড়ার বিষয়টিও ছিলো। সবকিছুই নিজের হাতে নিজের পক্ষে নিয়ে আসেন টাইগ্রিস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি।  মাত্র ৫১ বলে হার না মানা ৭৫ রানের এক অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কা নারী দল : ১৪৫/৬ (২০ ওভার)
বাংলাদেশ নারী দল : ১৪৬/৪ (১৯.৫ ওভার)