জিতল ফুটবল জিতলেন এরিকসন

  • প্রকাশিতঃ
  • ১৩ জুন, ২০২১ ৯:২৪ পূর্বাহ্ণ

আপাতদৃষ্টিতে ম্যাচটা ছিল আর দশটা ইউরো ম্যাচের মতোই। যেখানে অনেকগুলো ছোট ছোট গল্প আছে। কিন্তু সেসব আপনাকে টানবে না, দু’দলের কেউই যে ধারে-ভারে শীর্ষ দলগুলোর খুব কাছে নেই, খুব একটা সমৃদ্ধ ইতিহাস নেই! কিন্তু টানল, টানলেন একজন, ক্রিশ্চিয়ান এরিকসেন। ম্যাচের চলাকালে মাঠেই হারালেন জ্ঞান, বিরল এ ঘটনায় হয়ে গেলেন সতীর্থ থেকে প্রতিপক্ষ সবার নয়নের মণি।

এমন এক ম্যাচে জয় কি জয় পরাজয় খুব একটা ধর্তব্যে আসে? আসে, না হয় ইউরো খেলা হচ্ছে কী কারণে? ১-০ ব্যবধানে সেই জয়টা পেল ফিনল্যান্ড, যারা প্রথমবারের মতো খেলতে এসেছে কোনো মেজর টুর্নামেন্টে। ‘বি’ গ্রুপের এ ম্যাচে জিতে উঠে গেছে শীর্ষেও।

এরিকসেন, যিনি ম্যাচের ৪৩ মিনিটে জ্ঞান হারিয়েছিলেন, তিনি মাঠ ছাড়ার আগেই হাত তুলে জানিয়েছেন, বেঁচে আছি। এরপর নেওয়া হলো হাসপাতালে। সেখান থেকে একটু যখন সুস্থ বোধ করলেন, ফেসটাইমে কল দিলেন ডেনমার্ক দলের একজনের কাছে। যার সুবাদে কথা হলো, দেখা হলো সবার সঙ্গেই। সাক্ষাত মৃত্যুর কড়া ট্যাকলকে বডি ডজ দিয়ে বাঁচলেন, সেটা কি এরিকসেনের জয় নয়? এরিকসেনের সেই জয় কি ডেনমার্কেরও জয় নয়?

তবে মাঠে যা হয়েছে, তাতে জিতে গেছে ফুটবল, সঙ্গে থাকা সবাই। সেই অপয়া ৪৩-এ যখন এরিকসেন মুষড়ে পড়লেন মাঠে, হতবিহ্ববল সিমন কায়ের সম্বিত ফিরে পেতেই ছুটলেন সতীর্থের কাছে। কার্ডিয়াক অ্যারেস্ট হলে যা হয়, নিজের জিভ যেন না কামড়ে ফেলেন এরিকসেন, তা থেকে রুখতে।

এরপর তার স্ত্রী ছুটে এলেন মাঠে, কান্নায় ভেঙে পড়া তাকে সান্ত্বনা দিতে ছুটে গেলেন গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল। এসব তো অবশ্য সবাই করে!

নতুন কিছুর শুরু হলো অনাকাঙ্ক্ষিত বিরতির একটু আগে। কয়েকজন ফিনিস সমর্থক নিজেদের পতাকা বাড়িয়ে দিলেন, যেন বীর এরিকসেনকে আড়াল করে নিয়ে যাওয়া যায়।

এরপর সেই অনাকাঙ্ক্ষিত বিরতি। যাতে পুরো স্টেডিয়ামজুড়ে থাকা দুই দলের সমর্থক আকাশ-বাতাস এক করে দিলেন ‘ক্রিশ্চিয়ান’ আর ‘এরিকসেন’ রবে।

— Michael Wagner (@MicGWagner) June 12, 2021
সেখানেই শেষ নয়, সেই বিরতি শেষে যখন দুই দলের খেলোয়াড় ফিরলেন মাঠে, ফিনিসরা দিলেন ড্যানিশদের গার্ড অফ অনার। ‘শুরু’ হলো ম্যাচ, এরিকসেনের জায়গায় এলেন ম্যাতিয়াস ইয়েনসেন।

ততক্ষণে মনোযোগ নড়ে গেছে ড্যানিশদের। ফিরল না পুরো ম্যাচেও। না হয় বলুন, ৫৯ মিনিটে জোয়েল পোহইয়ানপালোর শটটা কেন জমে গেল না স্মেইকেলের হাতে? এর মিনিট পনের পরে এমিল হয়বিয়েরই বা কেন পেনাল্টিটা নেবেন এত আস্তে?

জীবনের প্রথম মেজর টুর্নামেন্টে গোল পেলে আপনি কী করবেন? নেচে-কুঁদে-গেয়ে উদযাপন করবেন, তাই তো? কিন্তু ডেনমার্কের বিপক্ষে…

তবে তার আগে-পরে ম্যাচের মিষ্টতা কমেনি একটু। পোহইয়ানপালো গোল করলেন বটে, যা নিজের, দেশের প্রথম মেজর টুর্নামেন্ট গোলও। তাতেও কিনা দেখালেন দারুণ নির্লিপ্ততা, যেন আজকের ম্যাচে উদযাপনে লেখা হবে অমোচনীয় পাপ!

ম্যাচের শেষেও রইলো সেই মিষ্টতার রেশ। ‘স্টার অফ দ্য ম্যাচ’ বা ম্যাচসেরা কে, সে প্রশ্নের জবাবে এল এরিকসেনের নাম! বিল শ্যাঙ্কলি বলেছিলেন ফুটবল নাকি জীবন-মরণের চেয়েও উর্ধ্বে কোনো কিছু, এ ম্যাচটা যেন তারই বিজ্ঞাপন।

বিখ্যাত ফুটবল ধারাভাষ্যকর পিটার ড্রুরি একবার বলেছিলেন, ‘ওয়াই ডু য়্যু লাভ দ্য গেম? দিস ইজ ওয়াই য়্যু লাভ দ্য গেম’। সত্যিই তো, এমন সব দিনই তো ফুটবলের সঙ্গে আপনার প্রেমকাব্যটাকে আরেকটু পোক্ত করে। এমন সব দিনেই তো জিতে যায় ফুটবল!

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • ডিসেম্বর ২৩, ২০২৪
  • 48 views
দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

সিরিজ আগেই নিশ্চিত হওয়া পাকিস্তান দল ছিল ফুরফুরে মেজাজে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও আশা ছিল প্রোটিয়াদের। স্বাগতিকরা যে…

Read more

  • নভেম্বর ২১, ২০২৩
  • 121 views
আরইবিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তে ‘আরইবি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আরইবি’র সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী খেলাটি উপভোগ করেন। খেলার শুরুতেই পায়রা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট