সৃষ্টিশীল কবি ও লেখক জাহিদুল ইসলাম রিপনের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ’ আমার গায়ে শুধুই পরের টাকার গন্ধ ‘। বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য পাতায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কবিতায় কবি তার নিজ অভিজ্ঞতার আলোকে নিজের জীবনবোধকে পরিশালীত ভাবে ফুটিয়ে তুলেছেন।
আমার গায়ে শুধুই পরের টাকার গন্ধ
– জাহিদুল ইসলাম রিপন
একটাও এআইজি,ডিআইজির সাথে পরিচয় নেই আমার।
একজন এএসআইকে ফোন দিতেও ভাবি তিনবার।
বন্ধু বলতো মনোযোগ দিয়ে বিসিএস টা দে।
একদিন তুইও……
মনোযোগ কখনোই দিতে পারিনি আমি।
নীলক্ষেতের তেতুলতলার ছড়ানো ছিটানো বই
আমাকে কখনোই টানে নি।
মোয়াজ্জেম ভাইয়ের বইয়ের তাক টেবিল ছাড়িয়ে ঘরের ছাদ ছুয়েছে।
আর আমি মাত্র চারটি বই কিনে লাইব্রেরীতে গিয়ে সাইফোর্সের অঙ্ক কষতাম।
বন্ধুরা বলতো পড়িস না কেনো?
কিন্তু আমার পড়তে ভালো লাগতো না।
রোজ প্রত্যুষে শপিং ব্যাগে বই নিয়ে লাইনে দাঁড়াতে আমার ইচ্ছে হয়নি।
আমি বরং রাজার হালে উঠে নাস্তা-পানি খেয়ে সকাল এগারোটায় যেতাম।
অন্যের দখলীকৃত জায়গায় বসার পায়তারা করতাম।
ট্রেনের অংক,পানির ট্যাংকির অংক,অনুপাতের অংক করেই চলে যেতুম চারুকলায় খেতে।
বাকিটা সময় কেটে যেত এর ওর অংকের সমাধান দিতে দিতে।
বিসিএস এর জন্য আমি তেমন কিছুই করিনি।
একগাদা বই কিনিনি।
দিনরাত এক করে পাপুয়ানিউগিনির রাজধানী মুখস্থ করিনি।
পড়িনি কোন উপন্যাসের মুখবন্ধ।
তাই আজ আমি শুধুই ব্যাংকার।
আমার গায়ে শুধুই পরের টাকার গন্ধ।