জাহিদুল ইসলামের ’সবার জীবনে ফাগুন আসে না’

  • প্রকাশিতঃ ১ এপ্রিল ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

সবার জীবনে ফাগুন আসনে না। তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা সবার জীবনে ফাগুন আসে না। কবিতায় কবি দেখিয়েছেন জীবনের কিছু নির্মম দিক। জীবনের সে নির্মম দিকগুলোর কারণেই মূলত সবার জীবনে ফাগুন আসে না।

সবার জীবনে ফাগুন আসে না

  • জাহিদুল ইসলাম

সবার জীবনে ফাগুন আসে না
কিছু কিছু মানুষের জীবনে ফাগুন আসে আগুন হয়ে!
যে আগুন দেখা যায় না, ধরা যায় না ছোঁয়া যায় না
কেবল শুধু অনুভব করা যায়!
যে আগুনে বন পুড়ে উজাড় না হলেও-
মন পুড়ে ঠিকই ছাই হয়ে যায়!

সবার জীবনে বসন্ত আসে না-
কিছু কিছু মানুষের জীবন, আজীবনই অশান্ত রয়ে যায়
জীবনের সে অশান্ত রূপ দেখা যায় না, বোঝা যায় না
কেবল নিঃশব্দে এসে আত্মাকে নিস্তব্ধ করে দেয়!

সবার জীবনে উৎসব আসে না-
কিছু কিছু মানুষের জীবনে উৎসবের আরেক নাম বেদনা
সে বেদনার কোন রং নেই, কোন ঢং নেই
শুধু অন্তরাত্মাকে তিলে তিলে শেষ করে দেয়!

সবার বাগানে ফুল ফুটে না-
কিছু কিছু মানুষের বাগানে কখনই ফুল ফুটে না
তারা যা কিছুই করেন ফুল না হয়ে ভুল হয়ে যায়!
কিছু কিছু মানুষের জীবনে বসন্ত আসে
ফুল না হয়ে ভুল হয়ে, সুখ না হয়ে দুঃখ হয়ে!
আনন্দ না হয়ে অশ্রু হয়ে!

তারপরও আমি বসন্তের আগমনের প্রতীক্ষায় থাকি
আমার জীবনে না আসুক তবুও চাই প্রকৃতি হাসুক
কেউ কাছে না আসুক, পাশে না ডাকুক
ভালো না বাসুক, কারণ
সবার জীবনে ফাগুন আসে না!

কবিতাঃ সবার জীবনে ফাগুন আসে না
কবিঃ জাহিদুল ইসলাম

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • মে ৯, ২০২৩
আমিনুর রহমান নূরের কবিতা – মা

মা আমিনুর রহমান নূর তোমায় মনে পরলে গোও”মা, তাকিয়ে থাকি নীল আকাশে । তুমি নাকি তারার মাঝে, লুকিয়ে আছো দূর আকাশে। মাটির ঘরে বাঁশের চালে, কলা পাতার ছাউনি

  • এপ্রিল ১৪, ২০২৩
বাংলা নববর্ষের দিনে কাবিল সাদির কবিতা ‘নতুন বছরের চাওয়া পাওয়া’

নতুন বছরের চাওয়া পাওয়া কাবিল সাদি বছরের পর বছর এসে বয়স যাচ্ছে বেড়ে পুরানো নতুন,নতুন-পুরানে হিসেব নিচ্ছি ঝেরে। উঠানের সে ছোট্ট কামিনি আজ ডাল-পালা ছেড়ে বুড়ু ফুল-ফল দিয়ে

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের