জাহিদুল ইসলামের ’সবার জীবনে ফাগুন আসে না’

0
105

সবার জীবনে ফাগুন আসনে না। তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা সবার জীবনে ফাগুন আসে না। কবিতায় কবি দেখিয়েছেন জীবনের কিছু নির্মম দিক। জীবনের সে নির্মম দিকগুলোর কারণেই মূলত সবার জীবনে ফাগুন আসে না।

সবার জীবনে ফাগুন আসে না

  • জাহিদুল ইসলাম

সবার জীবনে ফাগুন আসে না
কিছু কিছু মানুষের জীবনে ফাগুন আসে আগুন হয়ে!
যে আগুন দেখা যায় না, ধরা যায় না ছোঁয়া যায় না
কেবল শুধু অনুভব করা যায়!
যে আগুনে বন পুড়ে উজাড় না হলেও-
মন পুড়ে ঠিকই ছাই হয়ে যায়!

সবার জীবনে বসন্ত আসে না-
কিছু কিছু মানুষের জীবন, আজীবনই অশান্ত রয়ে যায়
জীবনের সে অশান্ত রূপ দেখা যায় না, বোঝা যায় না
কেবল নিঃশব্দে এসে আত্মাকে নিস্তব্ধ করে দেয়!

সবার জীবনে উৎসব আসে না-
কিছু কিছু মানুষের জীবনে উৎসবের আরেক নাম বেদনা
সে বেদনার কোন রং নেই, কোন ঢং নেই
শুধু অন্তরাত্মাকে তিলে তিলে শেষ করে দেয়!

সবার বাগানে ফুল ফুটে না-
কিছু কিছু মানুষের বাগানে কখনই ফুল ফুটে না
তারা যা কিছুই করেন ফুল না হয়ে ভুল হয়ে যায়!
কিছু কিছু মানুষের জীবনে বসন্ত আসে
ফুল না হয়ে ভুল হয়ে, সুখ না হয়ে দুঃখ হয়ে!
আনন্দ না হয়ে অশ্রু হয়ে!

তারপরও আমি বসন্তের আগমনের প্রতীক্ষায় থাকি
আমার জীবনে না আসুক তবুও চাই প্রকৃতি হাসুক
কেউ কাছে না আসুক, পাশে না ডাকুক
ভালো না বাসুক, কারণ
সবার জীবনে ফাগুন আসে না!

কবিতাঃ সবার জীবনে ফাগুন আসে না
কবিঃ জাহিদুল ইসলাম