জাহিদুল ইসলামের নতুন কবিতা দুর্দিনের যাত্রী

তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা দুর্দিনের যাত্রী। ২০১৯ সালের বইমেলায় শান্তির খোঁজে কাব্যগ্রন্থ দিয়ে আলোচনায় আসা কবি জাহিদুল ইসলামের বেশির ভাগ কবিতাই বাস্তবধর্মী ও বিদ্রোহী ধাঁচের।  তাই তাঁর একটি বিশেষ পাঠক তৈরি হচ্ছে।

দুর্দিনের যাত্রী
– জাহিদুল ইসলাম

অগ্নি শিখায় দাহন শেষে করোনা এসে দেয় হানা,
দুর্যোগের এই দেশটাতে আজ সবকিছুতেই পাই মানা!

ন্যায়-নীতির ধার না ধেরে আমরা সবাই দলকানা;
মতের সাথে মত মিলে না বাঁচার উপায় নেই জানা!

প্রলয়ের এই অন্ধকারে আমরা সবাই যাত্রী,
কেউ জানে না থামবে কবে আঁধার ভরা রাত্রি!

সবকিছুতেই পচন দেখি পচন মোদের অন্তরে;
দুর্নীতি আজ ছড়িয়ে গেছে গ্রাম, শহর আর বন্দরে!

আসলে আসুক যতই আঁধার ভয় করি না ঝড় তুফান,
সব বাঁধারে জয় করিতে জেগেছি মোরা নওজোয়ান!

এই তো সময় জেগে উঠার দেশ মাতৃকার সম্মানে,
ঘুমিয়ে ঘুমিয়ে আর কতকাল ঘুমিয়ে থাকার নেই মানে!

সোনার বাংলা শ্মশান হলে আমরা যাবো কোন খানে
দেশের জন্য জীবন দেবো কেউ না জানুক মা’ জানে!

– দুর্দিনের যাত্রী
জাহিদুল ইসলাম

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • মে ৯, ২০২৩
আমিনুর রহমান নূরের কবিতা – মা

মা আমিনুর রহমান নূর তোমায় মনে পরলে গোও”মা, তাকিয়ে থাকি নীল আকাশে । তুমি নাকি তারার মাঝে, লুকিয়ে আছো দূর আকাশে। মাটির ঘরে বাঁশের চালে, কলা পাতার ছাউনি

  • এপ্রিল ১৪, ২০২৩
বাংলা নববর্ষের দিনে কাবিল সাদির কবিতা ‘নতুন বছরের চাওয়া পাওয়া’

নতুন বছরের চাওয়া পাওয়া কাবিল সাদি বছরের পর বছর এসে বয়স যাচ্ছে বেড়ে পুরানো নতুন,নতুন-পুরানে হিসেব নিচ্ছি ঝেরে। উঠানের সে ছোট্ট কামিনি আজ ডাল-পালা ছেড়ে বুড়ু ফুল-ফল দিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ

ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ

আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি, আশা দেখছেন না চিকিৎসকরা

আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি, আশা দেখছেন না চিকিৎসকরা

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ