Site icon bdnewstracker.com

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে কাল মিরপুরে সমাবেশ করবে যুব প্রজন্ম

নির্বাচনি ইশতেহার অনুযায়ী অবিলম্বে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ ছাড়াও বৈষম্যমূলক ব্যাকডেট পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন-সমাবেশ আহ্বান করেছে শিক্ষার্থীদের সংগঠন ৩৫ প্রত্যাশী যুব প্রজন্ম বাংলাদেশ।

আগামীকাল সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ওই সমাবেশ ও মানববন্ধন পালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত কয়েক মাস থেকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে সংগঠনটি। দাবি আদায়ের লক্ষ্যে তারা ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশে একাধিকবার মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে।

সংগঠনের একাধিক কর্মী জানিয়েছেন, ‘মানুষের গড় আয়ু যখন ৪০ ছিল, তখন চাকরিতে প্রবেশসীমা ছিল ২৭ বছর। ১৯৯১ সালে যখন ৫০ ছাড়াল, তখন বয়স ৩০ করা হয়েছিল। এখন আমাদের গড় আয়ু প্রায় ৭৩ বছর, তাহলে চাকরিতে প্রবেশের বয়স কত হওয়া উচিত? গড় আয়ু বৃদ্ধির কারণে চাকরিতে অবসরের সীমা ২০১১ সালে ৫৭-৫৯ করা হলো, কিন্তু প্রবেশের বয়সসীমা বাড়ানো হলো না কেন? এটা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অবিচার নয় কি?’

বিষয়টি নিয়ে কথা হলে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের অন্যতম আহ্বায়ক সাজিদ সেতু বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অঙ্গীকার করেছিল। সেই অঙ্গীকারের চার বছর হতে চলল, যার মধ্যে কোভিড-১৯ এসে সকল বয়সী শিক্ষার্থীদের জীবন থেকে দুই বছর কেড়ে নিয়ে গেছে।

আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ও সাংবিধানিক উপায়ে বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের আন্দোলন করছি জানিয়ে তিনি বলেন, সরকারের সকল পর্যায়ে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি, বিশেষত মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রাপ্তির জন্য। গত ৯ সেপ্টেম্বর শাহবাগের জনসমাবেশে আমরা চরমভাবে পুলিশি নির্যাতনের স্বীকার হয়েছি। কিন্তু এই যৌক্তিক দাবি আদায় না হওয়া অবধি আমাদের থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়স ৩০ বছরের পরিবর্তে ৩৫ করার আন্দোলন চলা অবস্থায় গত ২২ সেপ্টেম্বর বিসিএস ব্যতীত সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার। যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ শেষ হয়েছে তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে, যে সকল মন্ত্রণালয় বিভাগ ও এর অধীন অধিদফতর-পরিদফতর, দফতর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দফতর-প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

Exit mobile version