চট্টগ্রামে পথে পথে ব্যারিস্টার শেখ নাঈমকে ফুলেল সংবর্ধনা

3
111

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে চট্টগ্রামে পথে পথে ফুলের সংবর্ধনা দিয়েছে নেতা-কর্মীরা।

দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সে সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।  এসময় পথে পথে স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল সংবর্ধনা দিয়ে স্বাগত জানান।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ ৩ টি ইউনিটের সম্মেলন সফল করতেই মূল সম্মেলেনের একটু আগে ভাগেই চট্টগ্রাম পৌঁছান যুবলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। আগামী  ২৮,২৯ এবং ৩০ তারিখ চট্টগ্রাম দক্ষিণ ,  চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি মাসের ১৩মে আসন্ন সম্মেলন সফল করতে বর্ধিত সভায় প্রধানি অতিথি হিসেবে চট্টগ্রাম সফর করে নেতা-কর্মীদের আসন্ন সম্মেলন সফল করতে দিক-নির্দেশনা দিয়ে আসেন ব্যারিস্টার শেখ ফজলে  নাঈম।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here