বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে চট্টগ্রামে পথে পথে ফুলের সংবর্ধনা দিয়েছে নেতা-কর্মীরা।
দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। এসময় পথে পথে স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল সংবর্ধনা দিয়ে স্বাগত জানান।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ ৩ টি ইউনিটের সম্মেলন সফল করতেই মূল সম্মেলেনের একটু আগে ভাগেই চট্টগ্রাম পৌঁছান যুবলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। আগামী ২৮,২৯ এবং ৩০ তারিখ চট্টগ্রাম দক্ষিণ , চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি মাসের ১৩মে আসন্ন সম্মেলন সফল করতে বর্ধিত সভায় প্রধানি অতিথি হিসেবে চট্টগ্রাম সফর করে নেতা-কর্মীদের আসন্ন সম্মেলন সফল করতে দিক-নির্দেশনা দিয়ে আসেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
priligy fda approval 149, 153, 154 The preload to the LV is affected by the alteration of the RV loading conditions and the RV diastolic P tm
aspirin, bisphosphonates, nonsteroidal anti inflammatory drugs NSAIDs is more common among these individuals, and the concomitant administration of a potentially offending antibiotic should be considered and avoided if possible buy priligy online
where buy cytotec without a prescription This will depend heavily upon the type and severity of your condition