গৌরবের যে রেকর্ড কেবলই আর্জেন্টিনার

  • প্রকাশিতঃ ১৫ জুন ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ

গৌরবের যে রেকর্ড কেবলই আর্জেন্টিনার। আর্জেন্টিনা দলটির কথা আসলেই সবার আগে চলে আসে ট্রফির কথা। ২৮ বছর ধরে অধরা ট্রফি। আরও ক্লিয়ার করে বললে ম্যাজর কোন ট্রফি জেতা হয় না আর্জেন্টিনার। শেষবার ২০০8 সালে অলিম্পিকে সোনা জয়ই হয়ে আছে আর্জেন্টিনা দলের শেষবারের মত বিশ্ব জয়ের কথা। এরপর আরও ৫ বার কোপা এবং বিশ্বকাপের ফাইনালে খেললেও জেতা হয়নি ট্রফি। অথচ এই আর্জেন্টিনাই বিশ্বের একমাত্র দল যারা বিশ্বকাপ, ইউরো এবং কোপা আমেরিকা বিশ্বের শীর্ষ তিনটি টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে শিরোপার হ্যাটট্রিক করেছিলো। সময়টা ছিলো ১৯৪৫, ১৯৪৬ এবং ১৯৪৭। যখন বিশ্ব কাঁপাতেন আলফ্রেড ডি স্টেফানো।

এবার বসবে কোপা আমেরিকার ৪৭তম আসর। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৫ বার ট্রফি জিতেছে উরুগুয়ে। এরপরই আছে আর্জেন্টিনা, ১৪ বার। ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। চলুন দেখে নেই কোপা আমেরিকার রোল অব অনা

রোল অব অনার

সাল চ্যাম্পিয়ন রানার্সআপ স্বাগতিক দেশ
১৯১৬ উরুগুয়ে আর্জেন্টিনা আর্জেন্টিনা
১৯১৭ উরুগুয়ে আর্জেন্টিনা উরুগুয়ে
১৯১৯ ব্রাজিল উরুগুয়ে ব্রাজিল
২০২০ উরুগুয়ে আর্জেন্টিনা চিলি
১৯২১ আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা
১৯২২ ব্রাজিল প্যারাগুয়ে ব্রাজিল
১৯২৩ উরুগুয়ে আর্জেন্টিনা উরুগুয়ে
১৯২৪ উরুগুয়ে আর্জেন্টিনা উরুগুয়ে
১৯২৫ আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা
১৯২৬ উরুগুয়ে আর্জেন্টিনা চিলি
১৯২৭ আর্জেন্টিনা উরুগুয়ে পেরু
১৯২৯ আর্জেন্টিনা প্যারাগুয়ে আর্জেন্টিনা
১৯৩৫ উরুগুয়ে আর্জেন্টিনা পেরু
১৯৩৭ আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা
১৯৩৯ পেরু উরুগুয়ে পেরু
১৯৪১ আর্জেন্টিনা উরুগুয়ে চিলি
১৯৪২ উরুগুয়ে আর্জেন্টিনা উরুগুয়ে
১৯৪৫ আর্জেন্টিনা ব্রাজিল চিলি
১৯৪৬ আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা
১৯৪৭ আর্জেন্টিনা প্যারাগুয়ে একুয়েডর
১৯৪৯ ব্রাজিল প্যারাগুয়ে ব্রাজিল
১৯৫৩ প্যারাগুয়ে ব্রাজিল পেরু
১৯৫৫ আর্জেন্টিনা চিলি চিলি
১৯৫৬ উরুগুয়ে চিলি উরুগুয়ে
১৯৫৭ আর্জেন্টিনা ব্রাজিল পেরু
১৯৫৯ আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা
১৯৫৯ উরুগুয়ে আর্জেন্টিনা একুয়েডর
১৯৬৩ বলিভিয়া প্যারাগুয়ে বলিভিয়া
১৯৬৭ উরুগুয়ে আর্জেন্টিনা উরুগুয়ে
১৯৭৫ পেরু কলম্বিয়া বিভিন্ন দেশ
১৯৭৯ প্যারাগুয়ে চিলি বিভিন্ন দেশ
১৯৮৩ উরুগুয়ে ব্রাজিল বিভিন্ন দেশ
১৯৮৭ উরুগুয়ে চিলি আর্জেন্টিনা
১৯৮৯ ব্রাজিল উরুগুয়ে ব্রাজিল
১৯৯১ আর্জেন্টিনা ব্রাজিল চিলি
১৯৯৩ আর্জেন্টিনা মেক্সিকো একুয়েডর
১৯৯৫ উরুগুয়ে ব্রাজিল উরুগুয়ে
১৯৯৭ ব্রাজিল বলিভিয়া বলিভিয়া
১৯৯৯ ব্রাজিল উরুগুয়ে প্যারাগুয়ে
২০০১ কলম্বিয়া মেক্সিকো কলম্বিয়া
২০০৪ ব্রাজিল আর্জেন্টিনা পেরু
২০০৭ ব্রাজিল আর্জেন্টিনা ভেনেজুয়েলা
২০১১ উরুগুয়ে প্যারাগুয়ে আর্জেন্টিনা
২০১৫ চিলি আর্জেন্টিনা চিলি
২০১৬ চিলি আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র
২০১৯ ব্রাজিল পেরু ব্রাজিল

 

জাহিদুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related Posts

  • জানুয়ারি ১৭, ২০২৫
শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৩ জানুয়ারি) ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে

  • জানুয়ারি ৭, ২০২৫
রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছ্বি । পিএলে চলছে রানের উৎসব। আরও স্পষ্ট করে বললে চার-ছক্কার বৃষ্টি হচ্ছে এবারের বিপিএলে। উইকেটের মান যেমন বেড়েছে, তেমনি বাউন্ডারির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের