ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন ডাকের হ্যাট্রিক করে লজ্জায় ডুবেছেন ভারতের সূর্য কুমার যাদব। ক্রিকেট ইতিহাসে অসংখ্য হ্যাটট্রিক দেখা গেলেও আজ পর্যন্ত গোল্ডেন ডাকের হ্যাট্রিক দেখা যায়নি। টানা ৩ ম্যাচে একাধিক খেলোয়াড় শুন্য রানে আউট হলেও তাদের কেউই প্রতিবারই নিজের ফেস করা প্রথম বলেই আউট হননি। যে কারণে সূর্য কুমার যাদবের রেকর্ডটি ক্রিকেট ইতিহাস বিরল। কারণ তিনি যে পরপর ৩ ম্যাচে ০ রানে আউটি হয়েছেন তার প্রতিবারই তিনি ১ম বলে আউট হয়েছেন! যাকে ক্রিকেটের পরিভাষায় বলা হয়ে থাকে গোল্ডেন ডাক। অথচ কদিন আগেই তিনি টি২০ এর নাম্বার ওয়ান ব্যাটার হয়েছেন। গেল বছর তো কাটিয়েছেন স্বপ্নের মতই। দারুন সব ইনোভেটিভ শটস খেলে বোলারদের ঘুম হারাম করে দিয়েছিলেন। ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেববোদ্ধারা তাকে সাউথ আফ্রিকান গ্রেট এবিডি ভিলিয়ার্সের সাথেই তুলনা শুরু করে দিয়েছিলেন। সেই সূর্য কুমার যাদবই গড়লেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জার রেকর্ড! প্রায় ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে এমন লজ্জায় যে আর কাউকেই ডুবতে হয়নি। দেখা যাক এখান থেকে কিভাবে কামব্যাক করেন ভারতের ৩৬০ খ্যাত সূর্য কুমার যাদব। সূর্যের মত তেজ নিয়ে যার আন্তর্জাতিক ক্রিকেটে আগমন।
জ্যেষ্ঠ প্রতিবেদক