গতিময় স্মার্টফোন অভিজ্ঞতা দিতে বাজারে এলো ইনফিনিক্সের ‘নোট ১২’

  • প্রকাশিতঃ
  • ৯ জুন, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

অত্যাধুনিক ‘নোট ১২’ এ থাকতে পারে ‘হেলিও জি৯৬ ফ্ল্যাগশিপ প্রসেসর’, ‘৬.৭” ইঞ্চি এফএইচডি+ অ্যামলেড ডিসপ্লে এবং ১৩ জিবি বর্ধিত র‌্যামের অসাধারণ সমন্বয়। বাংলাদেশের বাজারে দ্রুতই জনপ্রিয়তা পাওয়া ও প্রসিদ্ধ ‘নেক্সট-জেনারেশন’ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স শিগগিরই ‘নোট ১২’ সিরিজের সর্বশেষ প্রিমিয়াম ফোন বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উচ্চ মান-সম্পন্ন পারফরম্যান্স ও নান্দনিক ডিজাইনের ডিভাইস তৈরির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে মানদণ্ড তৈরির সুখ্যাতি কুড়িয়েছে। কাঙ্ক্ষিত এই মোবাইল নিয়ে টেকপাড়ায় রয়েছে নানা গুঞ্জন, ধারণা করা হচ্ছে ‘নোট ১২’ এর নতুন ভ্যারিয়েন্টটিতে থাকবে দ্রুতগতির ও শক্তিশালী প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর ও আকর্ষণীয় অ্যামলেড ডিসপ্লে।

বলাই বাহুল্য, মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর ব্যবহার করে সহজেই কোনো রকম বিঘ্ন ছাড়াই ‘হাই এফপিএস’ এর উচ্চমাত্রার কনফিগারেশনের গেমগুলো খেলা যায়। আশা করা হচ্ছে, ‘নোট ১২ জি৯৬’ ভ্যারিয়েন্টের এই অত্যাধুনিক স্মার্টফোনের মাধ্যমে ইনফিনিক্স আধুনিক পেশাদারদের দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হবে- কারণ হালকা ও সহজে বহনযোগ্য এই ডিভাইস একইসঙ্গে উচ্চ মানের পারফরম্যান্স প্রদানেও সক্ষম। বিভিন্ন সূত্র আরো জানাচ্ছে, শক্তিশালী গেমিং প্রসেসর ছাড়াও ইনফিনিক্সের সর্বশেষ এই ডিভাইসে থাকছে অধিকতর বৃহৎ বর্ধিত র‌্যাম সুবিধা, যেটির মাধ্যমে পরবর্তী প্রজন্মের ব্যবহারকারীরা দরকারি মাল্টি-টাস্কিং করতে পারবেন; পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনন্দিন উৎপাদনমুখী অ্যাপ সমূহ একনাগাড়ে ব্যবহারেরও সুযোগ করে দেবে। নতুন এই ডিভাইসটিতে থাকতে পারে দ্রুত গতির ৬.৭” এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস টেক্সার এবং কার্বন ফাইবারের শক্তিশালী সমন্বয়ে ‘এরোস্পেস-গ্রেড আল্ট্রা-থিন গ্লাস ফাইবার’।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স কেমন করে প্রিমিয়াম ফিচার সমূহ এমন সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়- তাই এখন দেখার বিষয়। নান্দনিকতা, গতি ও শক্তিশালী পারফরম্যান্সের মিশেলে ইনফিনিক্স ‘নোট ১২ জি৯৬ সমন্বিত র‌্যাম ও রম ব্যবহারের মাধ্যমে বাজারে আসতে পারে ৮জিবি থেকে ১৩জিবি বর্ধিত মেমোরির সুবিধা নিয়ে, এতে গ্রাহকরা সহজেই ৫জিবি বর্ধিত র‌্যাম সুবিধা পাবেন।

‘নোট ১২ জি৯৬’ ডিভাইসে আরো থাকতে পারে অকল্পনীয় প্রসেসিং স্পিড, পারফরম্যান্স এবং ৩৩ ওয়াটের সুপার চার্জযুক্ত ৫০০০এমএইচ সক্ষমতার ব্যাটারি। আরো গুঞ্জন রয়েছে স্মার্টফোনটিতে থাকবে শক্তিশালী চিপসেট, ‘ডেপথ অ্যান্ড এআই লেন্স’ এর সমন্বয়ে ট্রিপল সিনেম্যাটিক ৫০ মেগাপিক্সেল আল্ট্রানাইট ক্যামেরার আকর্ষণীয় গড়ন। ‘জি৯৬’ এর এই ভ্যারিয়েন্ট আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা নিয়ে ইনফিনিক্সভক্তদের মধ্যে ইতোমধ্যে তুমুল আগ্রহ দেখা দিয়েছে।

সর্বোচ্চ প্রযুক্তি ও অভিনব ফিচারের এই জমজমাট স্মার্টফোনকে বলা হচ্ছে ‘নেক্সট-লেভেল’ স্পিড মাস্টার। ‘নোট ১২ জি৯৬’ বাজারে আসতে পারে ‘স্যাফায়ার ব্লু’, ‘ফোর্স ব্ল্যাক’, ‘স্নো-ফল টোন’ রঙে ও সাথে থাকবে সর্বশেষ হালনাগাদের ‘অ্যান্ড্রয়েড ১২’ অপারেটিং সিস্টেম। ইনফিনিক্সের এই সিগনেচার ডিভাইসের দাম জানা যাবে খুব শিগগিরই!

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • সেপ্টেম্বর ১০, ২০২৩
  • 61 views
বিক্রয়ের রেকর্ড ভেঙে প্রথম দিনেই অপো এ৭৮- এর বিক্রি ২১৫%

অপো এ৭৮ এর অভূতপূর্ব বিক্রয় বৃদ্ধি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা অপো-এর উদ্ভাবন এবং ভোক্তাদের আস্থাকে করেছে শক্তিশালী। ০৭ সেপ্টেম্বর,…

Read more

  • মার্চ ২০, ২০২৩
  • 56 views
বাজারে এলো টেকনোর নতুন স্মার্টফোন ‘স্পার্ক ১০ প্রো’

বিশ্বের ৭০টিরও বেশি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে নতুন স্পার্ক ১০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে। সেলফি সেগমেন্টের এ স্মার্টফোনটি…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট