কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুরর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কুলিয়ারচর থানা পুলিশ, পৌর আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উছমানপুর ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, বিএডিসি সেচ ভবন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক সহ সমাজিক প্রতিষ্টান। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২২ উপলক্ষে কুলিয়ারচর উপজেলার সকল স্কুল কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্র -ছাত্রীদের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।