Site icon bdnewstracker.com

কুড়িগ্রামে কলেজছাত্র ও শ্রমিককে হত্যা করল তার সহকর্মী

কুড়িগ্রাম পৌর এলাকার জলিল বিড়ি ফ্যাক্টরিতে মাঈদুল ইসলাম বাপ্পি (২২) নামের এক বিড়ি শ্রমিক ও কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহকর্মী খোকন ইসলামের (৩২) বিরুদ্ধে।

সোমবার (৩০ মে) বিকেলে শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে ঘটনাটি ঘটেছে। নিহত বাপ্পি পৌর এলাকার মাটিকাটা মোড়ের খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম দুইজনে জলিল বিড়ি নামের একটি কারখানায় দিন মজুরের কাজ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে খোকন ছুরি দিয়ে মাঈদুল ইসলামকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রক্রিয়া চলমান।

Exit mobile version