কথা দিলাম দেশবাসী,আর গাবো না গান
কাবিল সাদি
**************
গান ছেড়েছে হিরো আলম ভীষণ অভিমানে
গানের নাকি তাল ঠিক নেই,বড্ড লাগে কানে।
তাই চটেছে বাবুরা সব,এক হয়েছে জোট
বাঙালিদের সংস্কৃতিটা করছে ব্যাটায় লুট।
কত্তবড় হেডম বেটার, কত্তবড় জান
বেসুরো গলায় গাইতে গেছে রবি কাকুর গান।
জাত মেরেছিস বাঙালিদের,ভাত মেরেছিস কার
মুচলেকা দে জাত ছোটলোক, আর পাবি না ছাড়।
অযু ছাড়া রবি কাকুর নাম নিয়েছিস মুখে
দেবো নাকি চৌদ্দবছর, মরিস ধোকে ধোকে।
নেয় ব্যাকরণ গানের সুড়ে,ইচ্ছা মতো গাও
তোর গলাতে গান হবে কি ছোটলোকের ছাও।
চৌদ্দবছর সারেগামাপা, বাবুর ছেলে শিখে
চিনে না কেউ পাশের বাসাও,তুমি শালা হিটে।
গায়ক হবে,নায়ক হবে কত্ত মনে সাধ
নাই শিক্ষা, নাই চেহারা মস্ত অপরাধ।
মানবে কেন সভ্য সমাজ, তোর গলাতে গান
চুপিচুপি যাচ্ছে দেখে,খুলে তাদের কান।
রেমিক্স গানে রবি কাকুর কাপড় যখন খুলে
এই বাবুরাই তখন সবাই মদের নেশায় দোলে।
ঘর ভেঙেছে কত বাবুর হিন্দি সিরিয়াল
ওসবে তো জাত ডুবে না,হয় না কারো কাল।
হিরো আলম যাক রসাতল,নিজেই আছি ভয়ে
দুচারলাইন আপ দিয়েছি,ওয়াশরুমে গেয়ে।
মুচলেকাতেও বাচে যদি এই অভাগার মান
কথা দিলাম, দেশবাসী আর গাবো না গান।
লেখকঃ কলামিস্ট ও নাট্যকার
Email:[email protected]