কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজী’র ইফতার মাহফিল


সবুজ এইচ সরকার: সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ মার্চ)খুদবান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ভয়েস অব কাজিপুর এর উদ্যোগে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান সিরাজী’র প্রধান অতিথিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, কাজিপুর থানা আওয়ামী লীগের সদস্য ও ভয়েস অব কাজিপুর এর সভাপতি, প্রকৌশলী সাখাওয়াত হোসেন। এসময়য়ে, আগামী ৮ মে কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে খলিলুর রহমান সিরাজী ইফতার পূর্বে অনুষ্ঠানে আগত দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় শেষে ভোট চেয়েছেন। এছাড়াও কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত করার জন্য দলীয় নেতা-কর্মীদের সাথে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।এসময় উপস্থিত ছিলেন, ভয়েস অব কাজিপুর সেচ্ছাসেবী সংগঠনের ক্রীড়া সম্পাদক মো: আবুল কাশেম,যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেলাল সরকার, সহ-সভাপতি আব্দুল মজিদ বাবু,প্রধান সমন্বয়ক আসকার পাইন,উপদেষ্টা আল আমিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো: শাহ আলম কাজল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো: জুয়েল রানা,কাজিপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলী আসলাম ও সহ-সভাপতি মো: শাহ-আলম, কাজিপুর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম,কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান,কাজিপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, কাজিপুর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার মেয়র মো: আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।মেয়র মো: আব্দুল হান্নান তালুকদার বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমানক কে আবারও উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবো। তিনি কাজিপুর উপজেলা উন্নয়নের মাধ্যমে জাগ্রত করছেন। নির্বাচনী মার্কা যাই হোক, বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ, এই বলে জনসাধারণের মাঝে ভোট চেয়েছেন তিনি।

Created with Visual Composer