কবি হারুন অর রশিদ হীরার নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘নিজেকে পোড়াই ভুলতে তোমায়।
নিজেকে পোড়াই ভুলতে তোমায়
হারুন অর রশিদ হীরা
ইদানিং ঘুম হয় খুব কম
শুনেছি কম ঘুমালে
মরে যায় ব্রেইন সেল।
তোমার স্মৃতিগুলো গেঁথে আছে
খুলির কোটরে ব্রেনের সেলে সেলে
তাই চাই সেলগুলো মরে যাক
স্মৃতিগুলো একে একে মুছে যাক।
মস্তিষ্কের কোষ ক্ষয়ে ক্ষয়ে
তুমি যাও বিস্মৃতি হয়ে।
নিজেকে পোড়াই তাই তোমাকে সরাতে
আমার আমাকে আবার পেতে
পেতে? নাকি নিঃশেষ হতে?
তোমার থেকে আমারে মুক্তি দিতে
নিজেকে মেরে ফেলি নিজের হাতে।
তোমার চুম্বনগুলো এখন
শুধু অবসাদ জাগায় সারাক্ষণ।