Site icon bdnewstracker.com

কবি সাহনিন সুলতানার কবিতা ‘হোক বৈষম্য দূর’

কবি সাহনিন সুলতানা তার ‘হোক বৈষম্য দূর’ নামক কবিতায় সমাজের মানুষের মাঝে বৈষম্য দূর করবার চেষ্টা করেছেন। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য সে কবিতাটিই হুবুুহু তুলে ধরা হলো-

হোক বৈষম্য দূর
সাহনিন সুলতানা


চালের দাম যাচ্ছে বেড়ে
ধানের দাম কম,
কৃষকের ঘরে ধান তুলতে,
বের হচ্ছে দম।

কারো ধান পানিতে ডোবে,
বিপদ বাধায় কামলায়,
মাথার ঘাম পায়ে ফেলে,
তবু তারা সামলায়।

সুখের দিন আসবে ফিরে,
স্বপ্নে বাধে বুক,
কিন্তু দেখি দিনে দিনে,
বাড়ে তাদের দুখ।

ফসল দিয়েই সারা বছর,
চলতে হয় যাদের,
দাম না পেয়ে দুঃখ দেখি,
সারা বছর তাদের।

এমনি করে আর কতকাল,
ওরা কষ্ট পাবে?
শান্তিতে থাকবে সবাই
বৈষম্যটা দূর হবে?

স্বত্বাধিকারী সাহনিন সুলতানা

০৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বাংলা

Exit mobile version