Site icon bdnewstracker.com

কবি মাহবুবুর রহমানের নতুন কবিতা ‘ছকাবদ্ধ জীবন’

কবি মাহবুবুর রহমানের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘ছকাবদ্ধ জীবন’। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

ছকাবদ্ধ জীবন
মাহবুবুর রহমান


চক্রাকারে ঋতু পরিবর্তন হয়, পরিবর্তন হয় বায়ু প্রবাহ
সবকিছু আসে আর যায়, মিলিয়ে যায় প্রাণের আবহ।
সবকিছু চক্রাকারে ঘুরে, সুনির্দিষ্ট সময়ের ডোরে বাঁধা
চারিদিকেই দেখি জীবনের সারি, সকলের চোখে ধাঁধা;
আধাআধি প্রাণ কালো আর সাদা, বিষন্ন সব চোখ,
অসুখে ভরা বিদ্বেষী মন, অসুস্থ হৃদয় নিয়ে শূন্য বুক
ঘুরে আর ফিরে আমরণ, কালের আবর্তে হয় বিলীন;
বাঁচা মরা সবই সমান, সাধারণের এ ছকাবদ্ধ জীবন।

বেঁচে আছি যেন বাঁচি নি কখনো, জীবিত নিত্য মরি
প্রতি যুগে আর সকলের মাঝে, অপরিচিত কেউ হয়ে।
সবার অলক্ষ্যেই আসি এ ধামে, অলক্ষ্যেই নড়িচড়ি
অবচয়ের খাতায়ও স্থান হয় না, নাই হই পলপল বয়ে।
বেঁচে থাকি ধরায় এমন যেন কখনো মরবো না আমি
মরে যাই আমি যেন কখনো এ ধরায় আসি নি আমি।

মাহবুবুর রহমানঃ কবি, লেখক ও প্রাবন্ধিক

Exit mobile version