সৃষ্টিশীল কবি ও লেখক মাহবুবুর রহমানের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘আমাদের অবক্ষয় ’। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
আমাদের অবক্ষয়
-মাহবুবুর রহমান
আত্মীয়তার বন্ধনগুলোও আজ বিষবাষ্পে ভরপুর হয়ে গেছে,
স্বার্থের লড়াই আজ একে একে গ্রাস করে নিচ্ছে প্রতিটি হৃদয়,
ভালোবাসা বা হৃদয়ের সাথে হৃদয়ের টানে হচ্ছে ভাটার বিজয়,
প্রিয়জনের সাথে করি ছলনার বাণিজ্য, ভালোবাসা দিচ্ছি বেচে,
মনে খুন ভরে প্রেম খুঁজি আমরা প্রতি পরশির দ্বারে দ্বারে যেচে,
প্রিয়ার হাতের চুড়ি, শাখা, সিধুরে তারই সুখের করি নিয়ত লয়,
মানবতারে করি স্বার্থের দ্বন্দ্বের বলি, মূল্যবোধের করি অবক্ষয়,
জীবনেরই স্বপ্নে বিভোর আমরা কানাগলিতে খুঁজি জীবন মিছে।
আত্মীয়তা আজ দুর্বল আর ছিন্ন হবার বেপরোয়া সব পথ খুঁজে,
অন্ধ এক ঘোর লাগা মোহে ডুবে যাচ্ছি একে একে আমরা সবাই,
জীবনের পিয়াসে পথ গুলিয়ে দুঃখের সায়রে সকলে নিচ্ছি ঠাঁই,
ভালোর জন্য মন্দকে আঁকড়ি বুঝি না আমরা যা পাগলেও বুঝে,
আজ নিজেদের মোরা পর করি, আর পরকে মোরা ভোগে পাঠাই,
মানুষের মাঝে সুখ-সুন্দর ভুলেছি;তাই অপার দুঃখে দিন কাটাই।