কবি মাহবুবুর রহমানের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার নাম ‘সময়ের কৃষ্ণগহ্বর’। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
সময়ের কৃষ্ণগহ্বর
-মাহবুবুর রহমান
আমি সময়ের এক সর্বগ্রাসী কৃষ্ণগহ্বর
আমার সংস্পর্শে যা কিছুই আসুক-
বুঝে বা না বুঝে তার সবই আমার হয়ে যায়।
আমি সবকিছু নিজের ভেতরে শুষে নিই
ক্ষুদ্রাকিক্ষুদ্র থেকে বৃহৎ সত্ত্বাধারী সবকিছুই;
আমার এক মহাজাগতিক ক্ষুধা আমাকে তাড়িত করে।
আমার সবকিছুকেই আমার ভাবতে অত্যানন্দ হয়
আমি ছাড় দিতে পারি না ; কিছুই না।
আমি কোনো কিছুই চাই না; কব্জায় নিয়ে নিই।
আমার পাশ দিয়ে যাবার সাহস করেছো, তো স্বাগতম,
তুমি আমার মাঝে নেই হয়ে যাবে।
আমার বুভুক্ষু সত্ত্বা তোমার সবকিছু লুটে নিবে;
তোমাকে গ্রাস করে নিবে সবকিছুসহ এক গ্রোগ্রাসে।
আমি ঠিক নিজেকে সংজ্ঞায়িত করতে পারি না;
আমি অননুমেয় ক্ষুধার্ত আর লোভাতুর।
আমি সহসাই সব শেষ করে দেই।
আমাকে তোমরা কখনো দেখতে পাও
রাতজাগা নীল স্ক্রিন হিসেবে,
নেশার ঘোরে ঘূতঘূতরত কীট হিসেবে,
কখনো বা কলহের খন্তি, শাবল বা বুলেট হিসেবে,
কখনো সংসার বিনাশী শঠ আর কূটচাল হিসেবে
কখনো বা ধ্বংসের বাহন বারুদ হিসেবে।
আমাকে তোমরা তোমাদের পাশেই পাবে-
তোমাদের কুচিন্তার মাঝে, হিংসার মাঝে,
শঠতার মাঝে, লোভাতুর ভাবনার ভাঁজে ভাঁজে,
তোমাদের বিশ্বাসঘাতকতা আর নিষ্ঠুরতার মাঝে,
পরচর্চার মাঝে, মূর্খতাপূর্ণ ঔদ্ধত্যের সাজে,
শ্রদ্ধার্হ পিতা-মাতার অবাধ্যতায় আর কদর্যতায়,
জগতের সকল হতাশায় আর পাপাচারিতায়,
আমাকে তোমার পাশেই পাবে সকল অন্যায়ে,
সকল পঙ্কিলতার বিষে ভরা হৃদয়ে-হৃদয়ে।
জেনে রেখো,আমি এমন এক কৃষ্ণগহ্বর যার কাছ দিয়ে
আলো গেলেও অন্ধকারের কালোয় হারিয়ে যায়।
এবার এসো, আমার কাছে এগিয়ে এসো,
যদি মিলিয়ে যেতে চাও, যদি তুমি মানুষ না হও,
তবে ত্বরা করে এসো আমি কৃষ্ণগহ্বরের নিবিড় আলিঙ্গণে,
জড়িয়ে নাও নিজেকে চির বিষাদে।