কবি নির্মল কুমার রায়ের একটি কবিতা নিরুদ্দেশ। জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।
নিরুদ্দেশ
নির্মল কুমার রায়
তোমাকে চিনতে আমার খুব ভুল
হলো কি ভূমিকা?
তুমিই তো বলেছিলে—
শ্রাবণের বৃষ্টি হয়ে এসো; ভিজিয়ে তছনছ করে দ্যাও
আমার যৌবন
নগরী,
ছোঁয়াছুঁয়ির বন্দর।
আমি মেঘ হয়ে এসেছিলাম
বৃষ্টি হয়ে ঝরবো বলে তোমার চারপাশ।
কিন্তু তুমি চিনতেই পারনি।
ব্রিজের ধারে গুমোট আবহাওয়ায়
তোমাকে খুব সঙ্গিন লাগছিল।
তাইতো আমি বেদনার খোলসটা খুলে নিতে এসেছি।
আর—
তোমার পায়ে পরিয়ে দেবো বলে
মুক্তার নূপুর;
এক ঝুড়ি কান্নাও নিয়ে এসেছি সাথে।
কিন্তু
হায়! তুমি চিনতেই পারনি।
————-
Schneider KA, Chittenden AB, Branda KJ, et al buy priligy online safe