তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা’ শুধু তোমার সাথেই প্রেম জমে না। ২০১৯ সালের অমর একুশে বই মেলায় শান্তির খোঁজে কাব্যগ্রন্থ দিয়ে আলোচনায় আসেন কবি জাহিদুল ইসলাম
শুধু তোমার সাথেই প্রেম জমে না
– জাহিদুল ইসলাম
মাঝে মাঝে নিরুত্তাপ টেস্ট ম্যাচও উত্তাপ ছড়াতে জমে উঠে,
দুধ, চাল আর গুর যদি ভালো হয়- জমে ক্ষীর হতেও সময় লাগে না;
শেষ দিকে এসে জমে উঠেছিলো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণীও!
পদ্মা সেতু উদ্বোধনের দিন যতই আগাচ্ছে চায়ের টেবিলে আলোচনাও তত জমে উঠতেছে;
বাউন্ডারি ওয়াল করতেছি আর দেখতেছি বালুর সাথে সিমেন্টও কি সুন্দরভাবে জমে যায়!
ডিপফ্রিজে রাখা তরল পানি জমে বরফ হতেও সময় নেয় না,
শুধু তোমার সাথে আমর প্রেমটাই জমে উঠতেছে না, উঠবেও না হয়তো কোনদিন!
রেমিট্যান্স যোদ্ধাদের টাকায় ফরেইন রিজার্ভ জমাচ্ছে বাংলাদেশ ব্যাংক,
সরকারি রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও দিন রাত কাজ করে যাচ্ছে কর ফাঁকি দেয়া চোরদের ধরে ধরে টাকা জমাচ্ছে!
গ্রীষ্মের তপ্ত রোদে অপ্ত বাসনা হতেও কখনও কখনও হুট করেই মেঘ জমে যায়!
শুধু তোমার মনের কোনেই ভীড় জমাতে পারছি না!
– জাহিদুল ইসলাম
তোমার সাথে প্রেম জমে না
২৭.০৫.২০২২