সৃষ্টিশীল কবি ও লেখক কবি আব্দুর রহমানের একগুচ্ছ কবিতা প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাগুচ্ছ প্রথম প্রকাশিত হয়।
ফেসবুক
মোঃ আব্দুর রহমান
শোনেন সারা বিশ্ব বাশী
শোনেন দিয়ে মন,
ফেসবুকেরই কথা এখন
করিব বর্নন।
বিশ্ববাশীর হাতে এলো
নতুন জিনিস ভাই,
বৃদ্ধ- যুবক ছেলে মেয়ে
কারোরি ঘুম নাই।
পড়া লেখা নাওয়া খাওয়া
ভাল বাসা ছেড়ে,
ফেসবুকেরই ব্যবহার এখন
যাচ্ছে শুধুই বেড়ে।
মা-বাবার ভাল বাসার
কনো মৃল্য নাই,
সব ছাড়িব কিন্তু কভু
ফেসবুক কে নয়।
চাইনা কারো ভাল বাসা
চাইনা খাদ্য পানি,
ফেসবুক সবচেয়ে আপন
এটিই শুধু জানি।
আঙ্গুলের মাথায় এখন
বিশ্বটাকে পাই,
এ কেমন আজব আবিষ্কার
করলেন জুকারবাগ ভাই।
আবিষ্কারের উদ্দ্যশ্য তার
মহৎ ছিল জানি,
ভাল কিছু মহৎ কিছু
কেউকি আমরা মানি।
ভাল খারাপ পাশা-পাশি
সমান ভাবে রবে,
খারাপ ছেড়ে ভাল টাকে
চিনে নিতে হবে।
ফেসবুক ব্যবহারকারীদের কাছে
প্রার্থনা আমার রবে,
খারাপ ছেড়ে ভাল নেওয়ার
অভ্যাস গড়তে হবে।।
সন্ত্রাস ধর
মো আব্দুর রহমান
ধর ধর ধর সন্ত্রাস ধর
খুঁজে আন যত বদ,
দেশময় সব এক হয়ে খোঁজ
কোথাই পাই গাজা মদ।।
আর নয় ভয় ভয়কে ফেলে
করো তার প্রতিকার,
নইলে তিমিরে যাবে যে সমাজ
সকলের অভিসার।
তাই বলি চল সন্মুখ পানে
শয়তান করে বধ।।
ভবিষ্যতের বংশ প্রদীপ
স্বস্তি যেন পাই।
ঝড় তুফানের ভয় না করে
গডফাদারদের তাড়াতে চাই।
আচারে বিচারে শিষ্ঠাচারে
পায় যেন বড় পদ।।
মার হুট হাট যত সন্ত্রা
দে হাত পা ভেঙে,
উড়া নিশান বাজিয়ে বিষান
ধরাকে রক্তে রেঙে।
ওরে কর প্রতিঙ্গা হয়ে একতা
বাণী করিসনা রদ।।