
সাহিত্য ডেস্ক, বিডিনিউজ ট্র্যাকারঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের বিতর্কিত বিয়ের পর নাসির ও তার স্ত্রী যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন সে আলোচনার পালে বাড়তি হাওয়া লাগিয়ে দেন তার স্ত্রী তামিমা যেখানে তিনি নাসিরের খেলা নিয়ে বলেন- মাঠে খেলুক যেখানেই খেলুক আমি চাই সে খেলুক। নিমিষেই তার এই কথা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার ৩ দিন পর কবি জাহিদুল ইসলাম সে কথাকে কেন্দ্র করেই একটি রম্য কবিতা লেখেন। বিডি নিউজ ট্র্যাকার পাঠকদের জন্য সে রম্য কবিতাটাই তুলে দেয়া হলো-