কবিতা যেখানেই খেলুক, খেলুক

0
119

সাহিত্য ডেস্ক, বিডিনিউজ ট্র্যাকারঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের বিতর্কিত বিয়ের পর নাসির ও তার স্ত্রী যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন সে আলোচনার পালে বাড়তি হাওয়া লাগিয়ে দেন তার স্ত্রী তামিমা যেখানে তিনি নাসিরের খেলা নিয়ে বলেন- মাঠে খেলুক যেখানেই খেলুক আমি চাই সে খেলুক। নিমিষেই তার এই কথা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার ৩ দিন পর কবি জাহিদুল ইসলাম সে কথাকে কেন্দ্র করেই একটি রম্য কবিতা লেখেন। বিডি নিউজ ট্র্যাকার পাঠকদের জন্য সে রম্য কবিতাটাই তুলে দেয়া হলো-

যেখানেই খেলুক, খেলুক
– জাহিদুল ইসলাম
 
হাটে খেলুক ঘাটে খেলুক।
দিনে খেলুক রাতে খেলুক।
অলিতে খেলুক গলিতে খেলুক।
অন্দরে খেলুক বন্দরে খেলুক।
টেস্টে খেলুক টি-২০তে খেলুক।
নো-বলে খেলুক ফ্রি-হিটে খেলুক।
মাঠে খেলুক খাটে খেলুক
যেখানেই খেলুক, খেলুক তবুও।
নাসির খেলুক রুবেল খেলুক
সাব্বির খেলুক তাসকিন খেলুক।
নবীন খেলুক প্রবীন খেলুক।
খেলুক না!
 
আয়েশ করে খেলুক পায়েশ খেয়ে খেলুক
খেয়ে খেলুক কিংবা না খেয়ে খেলুক
তারপরও খেলুক!
গ্রামে খেলুক গঞ্জে খেলুক
দেশে খেলুক বিদেশে খেলুক
নিয়মিত খেলুক অনিয়মিত খেলুক
তবুও খেলুক!
 
ভ্যালেন্টাইনস ডে-তে খেলুক
বক্সিং ডে টেস্টে খেলুক
অ্যাশেজ সিরিজে খেলুক
বিশ্বকাপে খেলুক।
তবুও খেলুক
 
লিটনের ফ্ল্যাটে খেলুক আর
নিজের ফ্ল্যাটে খেলুক
ফ্ল্যাট উইকেটে খেলুক আর
বাউন্সি উইকেটে খেলুক
খেলে যাক তবুও!
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here