Site icon bdnewstracker.com

কক্সবাজারে যুবলীগ নেতা আব্দুল্লাহর ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মানবিক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ পৌর যুবলীগ এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামাগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার উখিয়া উপজেলার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পর্কে বিডিনিউজ ট্র্যাকারের কক্সবাজার প্রতিনিধিকে জানান,’শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে এক মানবিক যুবলীগের জয়যাত্রা শুরু হয়েছে। আমরা সেই মানবিক যুবলীগের প্রতিটি মানবিক কার্যক্রমের অংশ হতে চাই। এবছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি না করে ঈদ উপহার সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ বাস্তবায়নেই আমাদের এই আয়োজন। ‘

Exit mobile version