ওমানের বিপক্ষে ১ পয়েন্ট আশা করাটাও উচ্চাভিলাষী চিন্তা

0
31

কাতার বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বে গ্রুপের শেষ ম্যাচে আজ রাত ১১.১০ মিনিটে শক্তিশালী ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। আফগানদের বিপক্ষে ১-১ গোলের ড্র করলেও গত ম্যাচে ভারতের বিপক্ষে ০-২ গোলে হেরে এশিয়ান কাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। তাই এশিয়ান কাপে খেলতে হলে প্লে-অফের বাঁধা টপকাতে হবে জামাল-তপুদের। বাংলাদেশ বনাম ওমান ম্যাচে বাংলাদেশের চাইতে ঢের এগিয়ে ওমান। কোনো মিরাকেল না ঘটলে আজ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে ওমান।

অন্যদিকে শক্তিমত্তা,ইনজুরি, সব মিলিয়ে আজ ওমানের বিপক্ষে ম্যাচে হারানোর কিছুই নেই বাংলাদেশের। চাপমুক্ত থেকে ওমানের ঘাড়ে তাই মরণকামড় বসাতে চাইবেন জেমি ডে’র শিষ্যরা।

ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮৪। যেখানে ওমান ৮০ তম।

দু দলের শেষ দেখায়ও এগিয়ে আছে ওমান। শেষবার বাংলাদেশকে তারা হারিয়েছিলো ৪-১ গোলে।

গত দুই ম্যাচে পয়েন্টের জন্য খেললেও পরিসংখ্যান বলছে আজ বাংলাদেশের পয়েন্ট পাওয়ার চিন্তা করার আশাটাও অনেকটা উচ্চাভিলাষী।

দেখা যাক কিছু না হারানোর ম্যাচে জেমি’ডে এর শিষ্যরা তপুর নেতৃত্বে বাংলাদেশকে কি উপহার দিতে পারে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here