একশো শিক্ষার্থীকে নাসায় পাঠানোর ইচ্ছা ছিল সুশান্তের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার রুম থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে পাওয়া গিয়েছিল একটি খাতা। সেই খাতায় লেখা ছিল তার পঞ্চাশটি স্বপ্নের কথা। দ্বিতীয় স্থানেই লেখা ছিল একশো শিক্ষার্থীকে নাসায় পাঠানোর ইচ্ছার কথা।

এই প্রসঙ্গে ভারতের গণমাধ্যম ইটাইমসে দেয়া সাক্ষাৎকারে ভূষণ জানিয়েছেন পুরনো স্মৃতির কথা। তিনি বলেছেন, ‘আমরা নাইনে পড়তাম তখন। সুশান্ত সিং রাজপুতের বন্ধু বিনয় এসেছিলেন আমাদের স্কুলে ২০১৭ সালে। তিনি আমাদেরকে প্রিয় বিষয়ের কথা জিজ্ঞেস করছিলেন। বড় হয়ে কী হতে চাই সেই সম্পর্কে জানতে চাইছিলেন। আমাদেরকে বলা হয়েছিল, আমরা যদি নির্বাচিত হয় তাহলে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করার সুযোগ পাব এবং আমাদেরকে নাসায় নিয়ে যাওয়া হবে।’

সুশান্তের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল ভূষণের। তিনি সেই স্মৃতিচারণ করে বলেন, ‘আমি সহ আরও কয়েকজন সুশান্ত স্যারের সঙ্গে হোটেলে দেখা করি। তিনি আমাদের ইন্টারভিউ নিয়েছিলেন এবং আমাদের প্রিয় বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমার মনে আছে, আমি একটি ভুল তত্ত্ব লিখেছিলাম। সুশান্ত স্যার আমার ভুল ধরিয়ে দিয়েছিলেন এবং খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন।’

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি গ্রুপ সেলফি তোলার সুযোগ হয়েছিল ভূষণের। নাসায় ট্রিপের বিষয়ে বাইরে কথা বলতে নিষেধ করে দেয়া হয়েছিল। ভূষণ এবং সেলন মাকওয়ানা নামের আরেক ছাত্রকে প্রথম ব্যাচে নাসা পাঠানো নির্বাচন করা হয়েছিল।

ভূষণ জানিয়েছেন, তারা নাসা গিয়েছিলেন। কিন্তু দারুণ সেই অভিজ্ঞতার কথা সুশান্তকে জানানোর সুযোগ হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Created with Visual Composer