উপ-বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় । ২০২১-২০২২ অর্থবছরের সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান/সশস্ত্রবাহিনী/দৃষ্টিপ্রতিবন্ধী/প্রতিবন্ধী(দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত)/অটিস্টিক/উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) উপবৃত্তি প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম উপবৃত্তির তালিকায় (সংযুক্ত) আছে সে সকল শিক্ষার্থীরা
১০/০৫/২০২২ তারিখ (বিকাল-৫:০০টা) থেকে ১৫/০৫/২০২২ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে ( Website link) গিয়ে অনলাইনে বৃত্তির আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা উক্ত ওয়েব সাইটে উল্লেখ রয়েছে।
বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়।
উল্লেখ্য, উক্ত তারিখের মধ্যে বৃত্তির তথ্য নিভূর্লভাবে পূরণ না হলে শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন দায়ভার গ্রহন করবে না। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় তথ্যসমূহ সতর্কতার সাথে অনলাইনে পূরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।
শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অনুসরণীয়:
১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে/১৮ বছরের কম বয়সি শিক্ষার্থীদের
পিতা/মাতার সাথে যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে।
২। যৌথ নামে ব্যাংক হিসাব/স্কুল ব্যাংক হিসাব খোলা হলে তথ্যাদি সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নামের স্থলে উভয়ের
(যদি জয়েন্ট একাউন্ট কারো থাকে অবশ্যই যৌথ নাম ব্যাংকে যেভাবে আছে হুবুহু ঐ নাম দিতে হবে) নাম এন্ট্রি করতে হবে।
৩। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।
৪। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৫। শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নাম ও সাল, রেজিস্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সিঠিকভাবে পূরণ করতে হবে।
৬। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
৭। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল (Active) থাকতে হবে।
৮। বিকাশ, সিউর ক্যাশ নগদসহ এ ধরনের কোন এজেন্ট নম্বর প্রদান করা যাবে না।
বোর্ড বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign Up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইমেইল ঠিকানা অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করতে পারবে না।
অনলাইনে বৃত্তির আবেদন সংক্রান্ত সমস্যা হলে যোগাযোগের জন্য (সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত)- 01581846500
priligy 30mg price Pressure was monitored within the renal artery by a swaged stainless steel catheter placed within the lumen of the renal arterial cannula online Figure 3
Not all minerals in water contribute to kidney or bladder stones priligy equivalent haemofelis shedding, saliva and rectal swabs were collected at the time points indicated in Figure 1 and on days 141, 232 and 286 using commercially available cotton swabs as previously described 22
They act by binding to the estrogen receptor buying cytotec pills However, several other reports have shown that the 6 allele is associated with a higher rate of cyclophosphamide 4 hydroxylation 16 18