পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোঃ আবাদুর রহিমের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়। কবিতায় কবি খোকার ঈদ-শান্তির বিষয়টি নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন।
খোকার ঈদ-শান্তি
বছর ঘুরে রমজান শেষে
এল খুশির ঈদ।
তাইতো গ্রামের কারো চোখে
নেই কোন নিদ।
কেউ ব্যস্ত কেনা কাটায়,
কেউবা ব্যস্ত রান্নায়।
কিশোর সমস্ত অকারণেই ব্যস্ত,
নতুন পোশাক জড়িয়ে গায়।
রাখি বলেছে ছোট্ট খুকি জেনেছে,
ভাইয়া পেয়েছে বিদ্যুতের নতুন চাকরি।
পেয়ে মাহিনা কিনবে খেলনা,
মাকে দেখতে ঈদে আসবে বাড়ি।
তাইতো খুকি জেদ ধরেছে,
ভাইয়ার সাথে করবে কেনাকাটা।
ঈদে চাই নতুন জামা, খেলার পুতুল;
শাড়ি চুড়ি সাথে রঙিন ফিতা।
যাবার কালে মা বলেছিলেন কেঁদে,
“খোকা, ঈদে তুমি না এলে বাড়ি,
সেমাই পায়েস নিব না মুখে;
তোমার সাথে আমার পাক্কা আড়ি।”
খোকা ভাবে, রমজান শেষে
উঠল আকাশে ঈদের নতুন চাঁদ।
মৌসুমটা বৈরী কি আর করি,
কালবৈশাখী পাতল এবার ফাঁদ।
কালবৈশাখীর ছোবলে
ঈদ আনন্দ যেতে পারে বিফলে।
বিদ্যুৎ বিহীন আজ সবাই অন্ধ,
কি হবে খুঁজে একা আমার আনন্দ?
ঈদ উপলক্ষ্যে গন্যমান্য স্বনামধন্য
শহরবাসী এসেছেন গ্রামের বাড়ি।
করতে নিশ্চিত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ,
দায়িত্ব পালনে তাই করব কড়াকড়ি।
বিলিয়ে সেবা বিলিয়ে বিদ্যুৎ,
গ্রাহকসেবা করব যে নিশ্চিত।
মাঠে নামব হয়ে “আলোর গেরিলা”,
মাকে বুঝিয়ে করব এই প্রতিজ্ঞা।
ঈদের দিনেও তান্ডব চালিয়ে
কালবৈশাখী যখন ধেয়ে আসছে,
খোকার গেরিলা টিম
তখনো অবিরাম ছুটে চলছে।
তপ্ত দুপুর অথবা রাতের গভীর,
গেরিলার মনে নেই কোন ক্লান্তি।
ঘরে ঘরে বিদ্যুৎ বিলিয়ে
খোকা পেল এই ঈদের শান্তি।
উৎসর্গ :
ত্যাগের মহিমায় আলোকিত “আলোর গেরিলা টিমের” নিবেদিত সকল সদস্যদের প্রতি।
মোঃ আব্দুর রহিম
০৪ মে, ২০২২ ইং।
The topical application of olive oil has been studied priligy cost The longtimeDemocrat told Bloomberg Businessweek in 2010 that his investingis guided by something beyond politics
FEBS Letters, 1987, 223, 42; Wu et al priligy 30mg The BRCA1 gene is meant to prevent cancer
how to buy cytotec pill Also important in spreading economic development throughout the United States, however, were New Deal programs, including welfare spending, progressive taxation, and programs to promote development in rural and mountain areas
can you buy cheap cytotec price Just like makeup, there are many different fertility medications and brands available