ঈদ নিয়ে কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা ঈদ এসেছে। ঈদ উপলক্ষে ঈদকে নিয়ে লেখা কবিতায় কবি নিপুনভাবে ঈদের অতীত ও বর্তমান অনূভুতি ব্যাক্ত করেছেন। ২০১৯ সালে শান্তির খোঁজে কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন তবি জাহিদুল ইসলাম। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো-
ঈদ এসেছে
– জাহিদুল ইসলাম
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে এই-
পাইনা তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই!
যখন আমি ছোট্ট ছিলাম- যাহাই চেতাম তাহাই পেতাম
ইচ্ছে মতন সুখ কুড়াতাম- পাখির ডানায় উড়তে যেতাম
হারিয়ে যাবার ভয় ছিলো না – বড় হলাম যেই
পাই না তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই!
নতুন জামা, নতুন পোশাক- কিচ্ছু বাকী নেই
কালো রঙের সানগ্লাস আর পাঞ্জাবিটাও সেই
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে এই-
পাইনা তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই!
আগের মতই ফিরনি পায়েস, খাচ্ছি কিন্তু সেই
পেট ভরিলেও মন ভরে না- কি যেন আর নেই!
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে এই-
পাইনা তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই?
জাহিদুল ইসলাম
ঈদ-উল-ফিতর ২০২২
Pascali C, Bogni A, Iwata R, Decise D, Crippa F, Bombardieri E High efficiency preparation of L S methyl 11C methionine by on column 11C methylation on C18 Sep Pak priligy online pharmacy