ঈদ নিয়ে কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা ঈদ এসেছে। ঈদ উপলক্ষে ঈদকে নিয়ে লেখা কবিতায় কবি নিপুনভাবে ঈদের অতীত ও বর্তমান অনূভুতি ব্যাক্ত করেছেন। ২০১৯ সালে শান্তির খোঁজে কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন তবি জাহিদুল ইসলাম। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতাটি তুলে ধরা হলো-
ঈদ এসেছে
– জাহিদুল ইসলাম
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে এই-
পাইনা তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই!
যখন আমি ছোট্ট ছিলাম- যাহাই চেতাম তাহাই পেতাম
ইচ্ছে মতন সুখ কুড়াতাম- পাখির ডানায় উড়তে যেতাম
হারিয়ে যাবার ভয় ছিলো না – বড় হলাম যেই
পাই না তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই!
নতুন জামা, নতুন পোশাক- কিচ্ছু বাকী নেই
কালো রঙের সানগ্লাস আর পাঞ্জাবিটাও সেই
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে এই-
পাইনা তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই!
আগের মতই ফিরনি পায়েস, খাচ্ছি কিন্তু সেই
পেট ভরিলেও মন ভরে না- কি যেন আর নেই!
ঈদ এসেছে, ঈদ এসেছে, ঈদ এসেছে এই-
পাইনা তো ভাই আগের মতন ঈদের ফিলটা সেই?
জাহিদুল ইসলাম
ঈদ-উল-ফিতর ২০২২
Pascali C, Bogni A, Iwata R, Decise D, Crippa F, Bombardieri E High efficiency preparation of L S methyl 11C methionine by on column 11C methylation on C18 Sep Pak priligy online pharmacy
com 20 E2 AD 90 20Comprar 20Viagra 20Generico 20Contrareembolso 20 20Wechselwirkung 20Ramipril 20Viagra wechselwirkung ramipril viagra ParknShop generated HK 21 can you buy cheap cytotec Reprint requests to Mary Cushman, MD, MSc, Department of Medicine, University of Vermont; 208 South Park Dr, Suite 2, Colchester, VT 05446