ইয়্যুথ এডভান্সমেন্ট ইন্সটিটিউট শুরু করেছে বৃক্ষরোপন ও পরিচর্চা কর্মসূচি

0
35

পরিবেশ দূষণের এক ভয়াবহ রোগে আক্রান্ত আমাদের বিশ্বপ্রকৃতি। এই কঠিন অসুখের এক অন্যতম ঔষধ বৃক্ষরোপণ। মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ।যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে।

সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণ ও এর পরিচর্যা অন্যতম উল্লেখযোগ্য। গাছ আমাদের একমাত্র অকৃত্রিম বন্ধু। গাছপালা বাদ দিয়ে পৃথিবীতে অন্য কোনো জীবের অস্তিত্ব কল্পনাই করা যায়না। জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রত্যেকটি জীব প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। আর সে লক্ষ্যেই ইয়্যুথ এডভান্সমেন্ট ইন্সটিটিউট সারাদেশে ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে। সংগঠনটির সদস্যরা শুরুতে নিজ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিটি শুরু করেন। তারা বাড়ির আশেপাশে, খোলা জায়গায়, মাঠে ও পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে গাছ লাগানো শুরু করে। শহরাঞ্চলে পর্যাপ্ত জায়গার অভাব থাকায় তারা বাসার ছাদ ও বারান্দায় গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় চেষ্টা করে যাচ্ছে। গাছ লাগানোর পর সেটি পরচর্যায়েও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সংগঠনটির সদস্যরা। তাদের প্রত্যাশা একটি শহর থেকে গ্রামাঞ্চলের প্রতিটি জায়গাতেই সবুজের সমারোহ থাকুক।

বৃক্ষরোপন ছাড়াও পরিবেশের অন্যান্য উপাদান রক্ষার্থেও বিশেষ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সাথে বৃক্ষরোপন বিষয়ক কন্টেন্ট, ফটোগ্রাফি, পোস্টার ও প্রকৃতিতে অবদানের প্রতিযোগিতা চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here