কবি আসলাম হোসেনের নতুন কবিতা মৃত্যুর সমান সমান। কবিতাটি বিডিনিউজ ট্র্যাকারে প্রথম প্রকাশ করা হয়। কবিতাটিতে মৃত্যুর তাৎপর্য দারুণভাবে তুলে ধরেছেন কবি আসলাম হোসেন।
মৃত্যুর সমান সমান
মন ভেঙেছে আগেই,
ঘরভাঙা সংসারের টানও নেই আর!
নিঃশ্বাসটুকু পড়ে আছে উদভ্রান্ত পথে।
পাথরচাপা পথে লীন হয় কিঞ্চিৎ আলো
সাদা ঘাসের জীবন বড় ফ্যাকাশে; অনুজ্জ্বল।
পৌষালি সূর্যের মতন জীবনের ক্ষণিক উত্তাপ বাড়ে;
জন্মের দায় শোধ হয় না তাতে,
ম্রিয়মাণ পথে আফসোস বাড়ে মানুষের।
অলখের পাথার বেয়ে বিরাজিত চৌচির মাঠ,
বুকে মাটির ক্রন্দন; দীর্ঘশ্বাস-
মরানদীতে বান আসে না।
বয়স, সময়ের কাছে পরাস্ত;
মৃত্যুর সমান সমান।
ঘাস আর মাটির ঐতিহ্যে বাঁচবার সাধটুকু অবশিষ্ট।
মধুপুর, টাংগাইল