আমিনুর রহমান নূরের কবিতা – মা

0
76

মা
আমিনুর রহমান নূর

তোমায় মনে পরলে গোও”মা,
তাকিয়ে থাকি নীল আকাশে ।
তুমি নাকি তারার মাঝে,
লুকিয়ে আছো দূর আকাশে।

মাটির ঘরে বাঁশের চালে,
কলা পাতার ছাউনি দিয়ে।
তার উপরে মাটি দিয়ে,
চার দেয়ালের আঁধার ঘরে।

একলা তোমায় রেখছি সেথা,
হয়নি দেখা আর তো গিয়ে।
কেমন করে আছো তুমি,
একলা ঘরে নিরব নিশী।

তোমার সাথে হবে দেখা,
আমি যেদিন তোমার মতো যাবো সেথা।
সেদিন কিন্তু দিওগো দেখা…
দূরে রেখো না ।

তোমার জন্য নিরব নিশি,
নয়ন কোণে অশ্রু জলে।
তোমার কথা মনে পড়েলে,
হৃদয় শূন্যতার হাহাকার জাগে।