আতাউল্লাহ আল মাহমুদের কবিতা এই জীবনের রুপ। কবিতায় এই জীবনের নানাদিক ফুটে উঠেছে। বিডিনিউজ ট্র্যাকারের পাঠকদের জন্য কবিতটি হুবুহু তুলে ধরা হলো।
এই জীবনের রুপ
আতাউল্লাহ আল মাহমুদ
জীবনের বাগানে ঢুকিয়া আমি দেখেছি
কিছু না জানিলেও অনেক কিছুই শিখেছি
এই জীবন কখনো আলোক সজ্জায় ভরপুর
সাজানো সব টরেটরে, দেখা যায় অনেক দূর
বাঁশি বাজে ঘরেঘরে , তবে নেই তার সুর
এই জীবন কখনো বর্ণহীন,
স্বাধীনতার কথা বলেও চিরকাল রয়ে যায় পরাধীন,
অন্ধকারের ছোয়ায় হয়েছে সে আজ প্রাচীন
এই জীবন কখনো চোখ ধাঁধানো সময়ের মতো
নিয়ে যায় মান, কেড়ে প্রান শতশত
রেখে যায় আরও কত স্মৃতির ক্ষত
এই জীবন কখনো মেঠো পথ ধরে যায় হেটে
কখনো বা চার দেয়ালের মাঝে থেকে যায় কেটে,
কখনো বা ছবির মতো, কখনো বা গল্পের মতো
বয়ে যায় বারির মতো, থেমেও যায় যততত
এই জীবন কখনো সুখের গল্প শোনায়
কখনো দুঃখের সাথে মোলাকাত করায়,
এই জীবন কখনো কখনো হাসায়,
আবার কখনো বা জলে ভাসায়,
কখনো আবার বাঁচিয়ে রাখে,
তিক্ত মোহে ভরা কোন এক আশায়।।