আগামী ২৩শে জুলাই তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠালাভ করা এ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুক লাইভোর মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা ড. সন্তোষ কুমার দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রথম আলোর বন্ধুসভার সভাপতি ড. মুমিত আল রশিদ। কলাম লেখক, সাংবাদিক, সংগঠক ও ফোরামের উপদেষ্টা আশফাকুজ্জামান। ফোরামের উপদেষ্টা মো. ফয়সাল আহাম্মদ।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি মো. জাহানুর ইসলাম।
আগামী ২৩ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ফোরামের ফেসবুক পেজে পোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের ১৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে।