শুক্রবার এক দিনেই ১৫ চাকরির পরীক্ষা

  • প্রকাশিতঃ
  • ৯ মার্চ, ২০২২ ১:০২ অপরাহ্ণ

আবার মার্চ থেকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষাগুলোর পরীক্ষার তারিখও দেওয়া হচ্ছে। আবার শুরু হচ্ছে সব প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা। একই সঙ্গে সব প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করায় পরীক্ষার্থীরা আশঙ্কা করেছিলেন, আবার একই দিনে একাধিক চাকরি পরীক্ষা পড়বে। তাঁদের সেই আশঙ্কাই যেন সত্যি হলো।

জোবায়দুল ইসলাম নামের এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, আগামী শুক্রবার তাঁর চারটি চাকরির পরীক্ষার দিন পড়েছে। এর মধ্যে একটি সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার পদের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে এ পরীক্ষা বাতিল করা হয়েছিল।

ওই চাকরিপ্রত্যাশী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে গত নভেম্বরে ভালো পরীক্ষা দিয়েও পাঁচ ব্যাংকের অফিসার পদে উত্তীর্ণ হতে পারিনি। এবার একই দিনে একই সময়ে অন্য পরীক্ষা পড়ায় পরীক্ষাটা দিতেই পারব না। এত দিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে লাভ কী হলো? চাকরির পরীক্ষার নামে বেকারদের সঙ্গে তামাশা করা হচ্ছে। এভাবে একই দিনে একাধিক পরীক্ষা নেওয়া বন্ধ করা হোক।’

আগামী শুক্রবার যে ১৫টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষার সূচি ঠিক হয়েছে, তা হলো ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংক; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম); তথ্য অধিদপ্তর; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ; বাংলাদেশ ডাক বিভাগ; বিমান বাংলাদেশ এয়ারলাইনস; বাংলাদেশ বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ; কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, পাইকগাছা পৌরসভা, খুলনা; ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি; বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন; বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও সাধারণ বীমা করপোরেশন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার আগে যেমন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নেওয়া হয় তেমনি পরীক্ষার তারিখ নির্ধারণ করার কাজটি যদি সমন্বিত কোনো ইউনিট দেখাশোনা করতো তাইলে একই দিনে একাধিক পরীক্ষা পড়ত না। সমন্বিত কোনো ইউনিট না থাকার কারণে আমরা আগে থেকে জানতে পারি না একই দিনে কয়টি পরীক্ষা পড়ছে। যদি আগে থেকে জানা যেত তাহলে একই দিনে কখনোই একাধিক পরীক্ষা পড়তো না।

  • বিডিনিউজ ট্র্যাকার

    সম্পাদনাঃ ডেস্ক

    Related Posts

    • ফেব্রুয়ারি ১১, ২০২৪
    • 262 views
    সিরাজগঞ্জে বিআইএমটি অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে বয়কট করলেন শিক্ষার্থীরা

    বার বার দুর্নীতি ও অনিয়ম বাগেরহাট ও ফরিদপুর থেকে বিতাড়িত অধ্যক্ষ সিরাজুল ইসলাম কে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) সিরাজগঞ্জে পদায়ন করায় বাংলাদেশ…

    Read more

    • মে ২, ২০২৩
    • 113 views
    ১৩৪ পদে নিয়োগ দেবে বিটিভি, আবেদন শুরু আজ

    সম্প্রতি স্থায়ী-অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সরকারি টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন। প্রতিষ্ঠানটি তাদের ৩১ ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ১৩৪…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

    দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

    সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

    সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

    এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

    এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

    দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

    দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

    বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

    বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

    বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

    বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট