ব্যক্তিগত আক্রোশের কারণেই মাহমুদউল্লাহকে দলে রাখছেন না হাথুরুসিংহে

  • প্রকাশিতঃ
  • ১৪ মে, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ

ব্যক্তিগত আক্রোশের কারণেই মাহমুদউল্লাহকে দলে রাখছেন না হাতুরুসিংহে। ওয়ানডেতে ফরম্যাটে মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দেবার কোন কারণই নাই। কারণ বাংলাদেশের হয়ে ২০২২ সালে তার চেয়ে বেশি রান করেছেন কেবল লিটন দাস। তারপরও রিয়াদ কেন বাদ সে প্রশ্ন সবার।

প্রথমত, কোচ হাথুুরু সিংহে অনেক আগে থেকেই মাহমুদউল্লাহ রিয়াদকে পছন্দ করেন না। যে কারণে মাহমুদউল্লাহকে দেশের হয়ে শততম টেস্ট খেলতে দেননি হাথুরু।

দ্বিতীয়ত, ২০১৮ সালের নিদাহাস ট্রফির কথা মনে আছে? শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষে সেই ৩ জাতির টুর্নামেন্টে শ্রীলঙ্কার ঘরের মাঠে লঙ্কানদের কাঁদিয়ে ছেড়েছিলেন মাহমুদউল্লাহ। লঙ্কানরা ফাইনালেও উঠেতে পারেনি। সেই ব্যর্থতায় শ্রীলঙ্কান দলের হেড কোচের চাকরিও হারিয়েছিলেন হাথুরুসিংহে। এরপর থেকেই মাহমুদউল্লাহর সাথে ব্যক্তিগত আক্রেশ চরমে।

অবশ্যই হাথুুরুসিংসে বিশ্বমানের টপক্লাস কোচ। কিন্তু একজন মানুষের সবগুলো দিক ভালো হবে না। বাংলাদেশের ওয়ানডে দলে মাহমুদউল্লাহর প্রয়োজন এখনও অনেক। বিশ্বকাপের মত বড় মঞ্চে তো কথাই নাই।

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে শেষ ৪ ম্যাচের ৩ টিতে ফিফটি করেছেন। লিগের শেষ ম্যাচে ৪০ বলে ৭০ রানের টর্নেডো ইনিংসে দলকেও জিতিয়েছেন। সেটা দেখেই কিনা বোর্ড সভাপতি পূর্বাভাস দিলেন বিশ্বকাপ দলে থাকবেন রিয়াদ। বাস্তবতা হচ্ছে রিয়াদ থাকবে কি থাকবে না সেটার জন্য ২ টা স্টেপ আপাতত সামনে।

প্রথম স্টেপঃ তাকে ১৫ সদস্যের দলে রাখতে হবে। সেখানে কে থাকবে না থাকবে সেটার এখতিয়ার নির্বাচকদের। কোচের কাচ ১৫ জন থেকে ১১ জন বেছে নেয়া। প্রথম কাজ অবশ্যই নির্বাচকদের হাতে। সে্ি নির্বাচকরাও বলেছিলেন রিয়াদকে বাদ দেয়া হয়নি বিশ্রাম দেয়া হয়েছে।

দ্বিতীয় স্টেপঃ মাহমুদউল্লাহকে যদি বিশ্বকাপের জন্যেই বিবেচনা করেন তাহলে তার আগে তাকে সামনের ২/৩ টা সিরিজেও সুযোগ দিতে হবে। সে হিসেবে আসন্ন আফগানিস্তান সিরিজেই দলে ফেরার কথা তার। যদি না ফেরেন বুঝতে হবে শুধুমাত্র হাথুরুসিংহের ব্যক্তিগত আক্রোশের কারণেই তাকে দলে ফেরানো হয়নি। তবে সাইলেন্ট কিলার সাইলেন্টেই দলে ফেরার জন্য যা যা করনীয় করে রেখেছেন। এখান থেকে আসলে রিয়াদকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে উপেক্ষিত রাখার কোন সুযোগ নাই। তার জায়গায় যাকে নিয়ে গত ৩/৪ সিরিজ পরীক্ষা নিরীক্ষা করা হলো সেই ইয়াসির আলী রাব্বি ডাহা ফেইল করেছেন। ফলে মাহমুদউল্লাহ রিয়াদের দলে ফেরার রাস্তা ক্লিয়ার। এরপরও যদি না ফেরেন তাহলে বুঝতে হবে হাথুরু সিংহের ব্যক্তিগত আক্রোশ। কেবলই ব্যক্তিগত আক্রোশ!

জাহিদুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related Posts

  • ডিসেম্বর ২৩, ২০২৪
  • 59 views
দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

সিরিজ আগেই নিশ্চিত হওয়া পাকিস্তান দল ছিল ফুরফুরে মেজাজে। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে খানিকটা চাপেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপরও আশা ছিল প্রোটিয়াদের। স্বাগতিকরা যে…

Read more

  • নভেম্বর ২১, ২০২৩
  • 124 views
আরইবিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) তে ‘আরইবি চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আরইবি’র সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী খেলাটি উপভোগ করেন। খেলার শুরুতেই পায়রা…

Read more

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট