Site icon bdnewstracker.com

বৃষ্টি নিয়ে কবিতা বৃষ্টি শহরে

বৃষ্টি নিয়ে কবিতা বৃষ্টি শহরে। বৃষ্টি নিয়ে কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা বৃষ্টি শহরে। শহরে বৃষ্টি দিনের আবহ ফুটিয়ে তুলতেই এই কবিতাটি রচনা করেন কবি জাহিদুল ইসলাম।  বৃষ্টি শহরে কবিতটি ইতোমধ্যে ফেসবুকে তুমুল সাড়া ফেলেছে।

বৃষ্টি শহরে
– জাহিদুল ইসলাম

শহরজুড়ে বৃষ্টি আজ, ঝড়ছে অবিরাম
হৃদয়জুড়ে বাজছে শুধু তুমিহীনার গান!

ভিজবে শহর, ভিজবে প্রেমিক, ভিজবে তাদের প্রাণ
এইতো সময় কাছে আসার- ভাঙতে অভিমান!

কেউ বা ভেজে সুখের নেশায় কেউ যে ভেজে দুঃখে
দিনমজুরের কষ্ট কি আর অবুঝ প্রেমিক বুঝে!

বৃষ্টিতে কেউ লুকিয়ে ফেলে চোখের কোনের জল
কেউ বা নাঁচে নুপুর পায়ে ছল ছলা ছল ছল!

বৃষ্টি এলেই রিকশা খুঁজি -এই মামা কি যাবে?
ভিজতে যদি নাই বা পারো – কেমন করে খাবে!

বৃষ্টি দিনেও মন ভালো নেই- দুর্দিনের ঐ যাত্রী
কেউ বা সাঁজে এমন দিনে বর-কনে আর পাত্রী!

অবেলার এই বাদল দিনে কাপলরা সব ঘোরে
প্রেমোৎসবের মেলা দেখি টিএসসির ঐ মোড়ে!

কবিতা- প্রেয়সী তুমি সবটুক আমার

কবিতার নামঃ বৃষ্টি শহরে

কবিঃ জাহিদুল ইসলাম

Exit mobile version