Site icon bdnewstracker.com

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নিউইয়র্কের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির বাইরে তার মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোদাসসারের স্ত্রী এবং এক ছেলে রয়েছে। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান,  ওই এলাকায় প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। সম্প্রতি সেখানে প্রচুর অপরাধ ঘটছে। প্রতি সপ্তাহেই ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটে।

Exit mobile version