Site icon bdnewstracker.com

জাতির পিতার মেজ বোনের মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ বোন ও যুবলীগের চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের দাদীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

সোমবার বিকেলে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দাদীর কবর জিয়ারত করেন যুবলীগের অন্যতম শীর্ষ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট মামুন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, জহির উদ্দিন মোহাম্মদ খসরু এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উপগ্রহ প্রকাশনা সম্পাদক কাইসুর রহমান সিদ্দিকি সোহাগ, উপ দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। কবর জিয়ারত ও পুস্পার্ঘ নিবেদনের পর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগের উপস্থিত নেতৃবৃন্দ।

 

Exit mobile version