Site icon bdnewstracker.com

ছবি ডিলেট করতে অশ্বিনকে ১০ হাজার রূপি দিলেন চাহেল

ছবি ডিলেট করতে রবিচন্দ্রন অশ্বিনকে ১০ হাজার রূপি দিয়েছেন যুজবেন্দ্র চাহেল। খবরটি গতকালের। রবিচন্দ্রন অশ্বিন ট্যুইটারে যুজবেন্দ্র চাহালের একটা অতীব সুন্দর ছবি আপলোড করেছিলেন! চাহাল তখন অশ্বিনকে দশ হাজার টাকা পাঠিয়ে তার স্ক্রিনশট ট্যুইট করেন এবং লেখেন ‘প্লিজ ডিলিট কর দো!’

আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত অশ্বিন-চাহাল জুটি মিলে ৬ ম্যাচে ১৯ উইকেট তুলেছে! মাঠের ভিতরে তারা যতটা এফেকটিভ, সোশ্যাল মিডিয়াতেও ততটাই! তাদের এই ফানি টুইট ফাইট মুহুর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। চলতি মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন চাহাল ও অশ্বিন। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে তাদের দল পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান কর

Exit mobile version