কালের গর্ভে হারিয়ে যাওয়া কেনিয়ার ক্রিকেট এবং স্টিভ টিকলো

  • প্রকাশিতঃ ২৫ জুন ২০২১ ৪:০৫ অপরাহ্ণ

বিশ্ব ক্রিকেটে এক সময়ের পরিচিত নাম কেনিয়া। স্টিভ টিকলো, মরিস উদুম্বে, থমাস উদোয়ো, কলিনস ওবোয়া, পিটার অনগন্ডো ও উদিয়োম্বোরা ছিলেন কেনিয়ার ক্রিকেটের প্রাণ। নব্বই দশক ও বিংশ শতাব্দীর প্রথম দশকেও যাদের ক্রিকেটে মুগ্ধতা ছিল। ২০০৩ সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটি যেখানে টেস্ট মর্যাদা লাভের সম্ভাবনা ছিলো, সেখানে উল্টো সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে না পারায় হারিয়ে যেতে বসেছে ক্রিকেট আকাশ থেকে।

আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকাই ছিলো ক্রিকেট খেলুড়ে দেশ। জিম্বাবুয়ের (পূর্বের নাম রোডেশিয়া) পাশাপাশি ১৯৮১ সালে আইসিসির সহযোগী সদস্য হওয়ার মাধ্যমে স্বীকৃত ক্রিকেটে প্রতিনিধিত্ব করে কেনিয়া। নিয়মিত খেলার ধারাবাহিকতায় ১৯৯৪ সালে কেনিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির (বিশ্বকাপ বাছাই পর্ব) ফাইনাল খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে কেনিয়া। একই বাছাই পর্বে বাংলাদেশ অংশগ্রহণ করলেও ফাইনাল খেলতে পারেনি।

বাছাই পর্বের ফাইনাল খেলে ১৯৯৬ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা কেনিয়া বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক ওয়ানডে ম্যাচ খেলে। ভারতের সাথে ৭ উইকেটের পরাজয়ে শুরু হলেও একই বিশ্বকাপে দুইবারের বিশ্বকাপজয়ী শক্তিশালী উইন্ডিজকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে বাজিমাত করে কেনিয়া। কেনিয়ার গড়া ১৬৬ রানের জবাবে মরিস উদুম্বে ও রজব আলীর বোলিং তোপে মাত্র ৯৩ রানে অলআউট হয়েছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন তারকা সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ।

১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নিয়মিত ৫টি বিশ্বকাপ খেলা কেনিয়া ২০০৩ সালের বিশ্বকাপে আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে স্বাগতিক দেশ হিসেবে খেলে। এই বিশ্বকাপে দলটি সেমিফাইনালে খেলে তাক লাগিয়ে দেয়। সেমিফাইনালে ভারতের সাথে হেরে বিদায় নিলেও কেনিয়ার সামর্থ্যরে প্রমাণ দেখেছিল ক্রিকেট বিশ্ব। যদিও গ্রæপ পর্বে নিউজিল্যান্ডের ওয়াকওভারের কারনে কেনিয়া জয় পেয়ে যাওয়া বেশ ভ‚মিকা রেখেছিল তাদের সেমিফাইনালে উঠতে। এছাড়া বাংলাদেশ ও শ্রীলংকাকে হারানোও দারুণ অর্জন ছিলো তাদের।

২০০৭ আর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ খেললেও ২০১৪ সালের টি২০ ও ২০১৫ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় ২০১৪ সালে ওয়ানডে ও টি২০ খেলার যোগ্যতা হারায় দলটি যাহা ক্রিকেট বিশ্বে হৈচৈ ফেলে দেওয়া দলটির জন্য খুবই লজ্জার।

বাংলাদেশ ৩০০ রানের মাইকফলক ছুয়েছে ২০০৬ সালে এই কেনিয়ার বিরুদ্ধে। আর কেনিয়া ১৯৯৭ সালেই বাংলাদেশের বিরুদ্ধে ৩৪৭ রান করেছিল। সে ম্যাচে সর্বোচ্চ ১৪৪ রান করেন কেনেডি ওটিয়েনো।

দেশের হয়ে ১৩৫ ম্যাচে ১১১ বেস্টে সর্বোচ্চ ৩৩৬৯ রান করেন স্টিভ টিকলো। আর বোলিং এ টমাস ওডোয়ো ১৩৬ ম্যাচে ৪ বেস্টে সর্বোচ্চ ১৪৫ উইকেট লাভ করেন।

অলরাউন্ডার হিসেবে স্টিভ টিকলো ৩৩৬৯ রানের পাশাাপশি ৪ উইকেট বেস্টে সর্বমোট ৯৩ উইকেট লাভ করেন এবং টমাস ওডোয়ো ১১১ বেস্টে ২৪২০ রানের পাশাপাশি ১৪৫ উইকেট লাভ করেন। এছাড়াও দেশের হয়ে কোলিনস ওবোয়ো, কেনেডি ওটিয়েনো, পিটার অনগনডো, রবিন্দ শাহ, নেহেমিয়া ওডিয়েম্বো সহ অনেকেই ব্যাটে বলে ভালো খেলেছেন।
টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে জয়ের রেকর্ড হিসেবে ইন্ডিয়ার বিরুদ্ধে ২টি, জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫টি, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার বিরুদ্ধে ১টি করে, বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ ৬টি ম্যাচে জয় লাভ করেন।

প্রথম ওয়ানডে বিশ্বকাপ ১৯৭৫ ও ১৯৭৯ সালে পূর্ব আফ্রিকার অংশ হিসেবে বিশ্বকাপে অংশ নিলেও আলাদা দেশ হিসেবে ১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেন।

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ২০০০, ২০০২, ২০০৪ সালে নিয়মিত অংশগ্রহণ করেছিলেন।

২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করলেও তার পর থেকে সর্বশেষ ২০১৪ সালের বিশ্বকাপ পর্যন্ত আর টি২০ বিশ্বকাপ খেলতে পারেননি দলটি।

অর্থনৈতিক ভাবে ততটা সমৃদ্ধশালী না হওয়ায় এবং নিম্নমুখী পারফরম্যান্স এর কারনে দলটি ২০০৭ সালের পর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি।

যে দেশটি ৫টি টেস্ট খেলুড়ে দেশের সাথে জয়ের রেকর্ড আছে, ৩টি টেস্ট খেলুড়ে দেশের সাথে একাধিক ম্যাচ জেতার রেকর্ড আছে সে দেশটি বর্তমানে বিশ্বকাপ কোয়ালিফায়ার টূর্নামেন্টের ৮/৯ নাম্বার পজিশনে থাকতে হচ্ছে!
ক্রিকেটের বিশ্বায়নের যুগে কেনিয়া ক্রিকেটের এমন পরিণতি ক্রিকেটের জন্য ভালো দিক নয়।

যে দেশে ১৯৯৫-২০০০ এর মধ্যে স্টিভ টিকলো ও টমাস ওডোয়োর মতো শক্তিশালী ক্রিকেটার এর আবির্ভাব হতে পারে, সে দেশে বর্তমান সময়ে কোন ভালো ক্রিকেটার নেই, এটা মানা অসম্ভব। ক্রিকেট কেনিয়ার অধপতনের কারন একটাই হতে পারে, তা হলো অর্থনৈতিক ভাবে ততটা সমৃদ্ধশালী না হওয়া।

ক্রিকেট জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজও অর্থনৈতিক ভাবে ততটা মজবুত নয়, যার কারনে প্রায়শ খেলোয়াররা খেলার হুমকি দেয়, কিন্তু তা আবার কিছুদিনের মধ্যেই মিটে যায়। কিন্তু কেনিয়া মনে হয় এ সমস্যা কখনোই সমাধান করতে পারেনি এবং ঘরোয়া ক্রিকেটকে কখনোই শক্তিশালী করতে পারেনি। যার দরুন আজকের এই পরিণতি।

আইসিসির সহযোগী দেশ হয়ে ৭টি টেস্ট খেলুড়ে দেশকে লজ্জা দিয়ে যে দেশ এক যুগ আগে তথা ২০০৩ সালেই ৩য় পজিশনে থেকে বিশ্বকাপ শেষ করতে পারে, সে দেশ ২০১৪-১৫ বিশ্বকাপ খেলতে না পারা সহ ওয়ানডে/টি২০ মর্যাদা হারানো নিঃসন্দেহে আইসিসির জন্য লজ্জাজনক বিষয়।

আইসিসি ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে এ দায় কখনোই এড়াতে পারে না। ক্রিকেটের বিশ্বায়নের যুগে যেখানে অপরিচিত দেশগুলোও ক্রিকেটে ভিড়তে পারছে এবং আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্থ দেশও ক্রিকেট শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, সেখানে কেনিয়ার এমন অধপতন মেনে নেওয়া অসম্ভব।

২০০৩ এ সেমিফাইনাল খেলা সহ ৩য় পজিশনে থেকে বিশ্বকাপ শেষ করার গৌরব অর্জনের প্রতিদান হিসেবে এবং অভিভাবক হিসেবে আইসিসির উচিত কেনিয়ার ক্রিকেটের উন্নয়নে পাশে দাড়ানো।

ব্যর্থতার চূড়ান্তে নিমজ্জিত হওয়া দলটির ক্রিকেট ভবিষ্যত অন্ধারাচ্ছন্ন। আইসিসি ও প্রভাবশালী বোর্ডদের সহায়তা ছাড়া আলোকিত হওয়ার কোন রাস্তাই তাদের সামনে নেই।

কেনিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় তারকা স্টিভ টিকলো। ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে নিজ সময়ে বিশ্ব ক্রিকেটের আলোচিত মুখ ছিলেন টিকলো। অবসর পরবর্তী সময়ে কেনিয়ার হেড কোচ হলেও দলটির এখন ওয়ানডে মর্যাদাও নেই। টি২০ খেলছেন শুধুমাত্র।

স্টিভ টিকলো ঢাকার ক্রিকেটেও পরিচিত মুখ। ২০০০ সালে মোহামেডানের হয়ে ঢাকা লীগের এক মৌসুমেই হাজার রান করার গৌরব আছে টিকলোর। অবশ্য তখন ঢাকা লীগের ম্যাচগুলোর লিষ্ট এ মর্যাদা ছিলো না।

২০০৬/০৭ সালের দিকে বাংলাদেশ দল যখন কেনিয়ার সাথে সিরিজ খেলতো এবং কেনিয়াকে হোয়াইটওয়াশ করতো, তখন অনেক মজা পেতাম এই ভেবে যে, এই কেনিয়ার সাথেই একসময় হেরেছে বাংলাদেশ, এখন তার প্রতিশোধ নিচ্ছে। সেই থেকেই পিছিয়ে যাওয়া কেনিয়া ২০১১ সালের বিশ্বকাপ খেলার পর আর টিকে থাকতে পারেনি ওয়ানডে ক্রিকেটে। বিশ্ব ক্রিকেট যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে ক্রিকেট কেনিয়ার হারিয়ে যাওয়া দুঃখজনক বিষয় ছাড়া কিছু নয়।
ক্রিকেট কেনিয়ার সবচেয়ে বড় তারকা স্টিভ টিকলো ও সমসাময়িক ক্রিকেটাররা বিদায় নেয়ার সাথে সাথে যেনো ক্রিকেট কেনিয়ার সুদিনও বিদায় নিয়েছে।

আজ স্টিভ টিকলোর ৫০তম জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

কেনিয়ার ক্রিকেট আবার জেগে উঠবে কিনা জানি না, কেননা আইসিসিরও উদ্যোগ নেই পুরনো দলগুলোকে আলাদা মূল্যায়ণ করে তোলে আনার। অর্থনৈতিক ভাবে দুর্বল কেনিয়ার ক্রিকেট লাইফসাপোর্টে টিকে থাকলেও পুরনো উদ্যমী ও সফলতামন্ডিত কেনিয়াকে আবার কখনো দেখা যাবে কিনা সে প্রশ্ন তোলা থাক সময়ের কাছে।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • জানুয়ারি ১৭, ২০২৫
শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৩ জানুয়ারি) ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে

  • জানুয়ারি ৭, ২০২৫
রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছ্বি । পিএলে চলছে রানের উৎসব। আরও স্পষ্ট করে বললে চার-ছক্কার বৃষ্টি হচ্ছে এবারের বিপিএলে। উইকেটের মান যেমন বেড়েছে, তেমনি বাউন্ডারির

One thought on “কালের গর্ভে হারিয়ে যাওয়া কেনিয়ার ক্রিকেট এবং স্টিভ টিকলো

  1. Good day! Do you know if they make any plugins to assist with Search
    Engine Optimization? I’m trying to get my site to rank for
    some targeted keywords but I’m not seeing very good results.
    If you know of any please share. Thank you!

    I saw similar article here: Eco bij

  2. sugar defender ingredients For years, I’ve battled
    unpredictable blood sugar level swings that left me
    really feeling drained and sluggish. However
    considering that including Sugar my power degrees are currently stable
    and regular, and I no longer hit a wall in the afternoons.
    I value that it’s a gentle, all-natural approach that doesn’t featured any unpleasant negative effects.

    It’s really changed my every day life.

  3. I must thank you for the efforts you have put in writing this website. I’m hoping to view the same high-grade content by you later on as well. In truth, your creative writing abilities has encouraged me to get my own, personal website now 😉

  4. I’m impressed, I have to admit. Seldom do I encounter a blog that’s equally educative and amusing, and let me tell you, you have hit the nail on the head. The problem is an issue that too few men and women are speaking intelligently about. I’m very happy that I found this in my search for something concerning this.

  5. Next time I read a blog, Hopefully it won’t disappoint me as much as this particular one. I mean, Yes, it was my choice to read through, but I genuinely believed you’d have something helpful to talk about. All I hear is a bunch of crying about something you can fix if you weren’t too busy looking for attention.

  6. Hello i am so delighted I discovered your blog, I actually discovered you by error, while I was searching Yahoo for something else, Anyways I am here now and would just like to say thanks for a great blog posting and a all round absorbing blog (I also love the theme/design), I do not have time to read it all at the right now but I have bookmarked it and also added your RSS feeds, so when I have time I will be back to read more,

  7. Oh my goodness! Incredible article dude! Many thanks, However I am experiencing difficulties with your RSS. I don’t understand the reason why I cannot join it. Is there anyone else getting the same RSS issues? Anybody who knows the answer will you kindly respond? Thanks!

  8. Hello there, There’s no doubt that your blog could be having browser compatibility issues. When I take a look at your site in Safari, it looks fine however, if opening in Internet Explorer, it’s got some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Besides that, wonderful website.

  9. Can I just say what a reduction to find someone who truly is aware of what theyre talking about on the internet. You definitely know tips on how to convey a problem to light and make it important. More individuals have to read this and perceive this side of the story. I cant consider youre not more common because you positively have the gift.

  10. well is say just Whenever you arrived at our site, the first you should know is you can buy the highest quality and most expensive ipad case, additionally your favorite apple ipad cases as well as ipad add-ons. You will find hundreds types of ipad situation

  11. Awesome blog! Do you have any tips for aspiring writers? I’m hoping to start my own site soon but I’m a little lost on everything. Would you suggest starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m totally confused .. Any suggestions? Thanks a lot!

  12. This really is an incredibly amazing powerful resource that you’re offering and you just provide it away cost-free!! I comparable to discovering websites that view the particular price of providing you beautiful learning resource for zero cost. We truly dearly loved examining this web site. Be thankful!

  13. After checking out a number of the blog articles on your blog, I seriously appreciate your way of writing a blog. I saved as a favorite it to my bookmark webpage list and will be checking back soon. Please check out my website as well and let me know what you think.

  14. Oh my goodness! Awesome article dude! Thank you so much, However I am encountering troubles with your RSS. I don’t know the reason why I am unable to subscribe to it. Is there anybody else having identical RSS problems? Anyone that knows the solution will you kindly respond? Thanx!!

  15. I’m impressed, I have to admit. Genuinely rarely should i encounter a weblog that’s both educative and entertaining, and let me tell you, you may have hit the nail about the head. Your idea is outstanding; the problem is an element that insufficient persons are speaking intelligently about. I am delighted we came across this during my look for something with this.

  16. Giving thanks for your write-up. I know that with today’s complicated world, folks have many beliefs and this has made it to be really hard for learners just like me. However, you have made the idea very easy for me to fully grasp and I now have the awareness of the correct thing. Your own continued reputation as among the top experts about this topic may be boosted through words associated with appreciation from subscribers like me. Thanks, once more.

  17. The next time I read a blog, I hope that it won’t disappoint me as much as this particular one. After all, I know it was my choice to read, however I actually believed you would have something useful to talk about. All I hear is a bunch of moaning about something you could possibly fix if you were not too busy looking for attention.

  18. An impressive share, I simply with all this onto a colleague who was simply doing little analysis on this. Anf the husband the truth is bought me breakfast because I came across it for him.. smile. So permit me to reword that: Thnx for any treat! But yeah Thnkx for spending some time to discuss this, I find myself strongly regarding it and adore reading more on this topic. If at all possible, as you grow expertise, can you mind updating your blog post with more details? It is actually extremely of great help for me. Big thumb up just for this writing!

  19. Hello there, I believe your blog could possibly be having web browser compatibility problems. Whenever I take a look at your website in Safari, it looks fine but when opening in Internet Explorer, it’s got some overlapping issues. I merely wanted to provide you with a quick heads up! Aside from that, wonderful blog.

  20. The very next time I read a blog, I hope that it won’t disappoint me as much as this particular one. After all, Yes, it was my choice to read through, but I actually believed you’d have something helpful to say. All I hear is a bunch of crying about something you could possibly fix if you weren’t too busy seeking attention.

  21. When I initially commented I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I recieve four emails with the exact same comment. There has to be a way you are able to remove me from that service? Thanks a lot.

  22. An outstanding share! I’ve just forwarded this onto a co-worker who was doing a little homework on this. And he in fact bought me dinner because I found it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending some time to talk about this issue here on your web page.

  23. Oh my goodness! Amazing article dude! Many thanks, However I am having difficulties with your RSS. I don’t know why I am unable to join it. Is there anyone else having identical RSS issues? Anyone who knows the answer can you kindly respond? Thanx!

  24. An impressive share! I have just forwarded this onto a friend who was doing a little homework on this. And he actually ordered me lunch simply because I stumbled upon it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending time to discuss this matter here on your web page.

  25. Nice post. I learn some thing much harder on different blogs everyday. It will always be stimulating you just read content from other writers and use a specific thing from their store. I’d would prefer to apply certain together with the content in this little blog whether or not you don’t mind. Natually I’ll give you a link with your internet weblog. Many thanks for sharing.

  26. After checking out a number of the blog articles on your website, I seriously appreciate your way of blogging. I book marked it to my bookmark website list and will be checking back in the near future. Please check out my website too and tell me how you feel.

  27. Over the past eight years there have been improvements in the direction of simplification of tax discipline, which resulted in decreased time needed annually to meet the three basic parameters of tax (income taxes on labor and consumption) for 54 hours on average.

  28. I’ve been exploring for a little bit for any high-quality articles or blog posts on this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this site. Reading this info So i’m happy to convey that I’ve an incredibly good uncanny feeling I discovered exactly what I needed. I most certainly will make sure to do not forget this web site and give it a look regularly.

  29. This is actually the simplest and best guidance I have ever come across about this topic. Thank you for this very educational blog post of yours. Also, I enjoy writing articles which has a personal tone incorporated. I feel it makes your reader feel more important and also inclined to believe me more. Plus it appears to be more real and not coming from a robot. I love making my visitors feel important and also special. I want to give them the best tips on how to handle important issues such as this.

  30. I’m impressed, I must say. Really rarely do you encounter a blog that’s both educative and entertaining, and let me tell you, you might have hit the nail on the head. Your concept is outstanding; the issue is something which not enough people are speaking intelligently about. My business is very happy i always stumbled across this within my try to find something relating to this.

  31. Pole Position would go on to spawn all types of ports, sequels, and even a Saturday morning cartoon and is broadly considered one of the influential video video games of all time for essentially creating the racing genre as we realize it at the moment.

  32. В текущем пространстве мобильных технологий повербанк является незаменимым устройством для обладателей мобильных устройств и других портативных устройств. Это компактное зарядное устройство выступает как автономный аккумулятор с встроенным батареей, способный заряжать различные девайсы где угодно. На рынке имеется множество моделей, включая современные решения, такие как [url=https://powerbanki.top/ ]Топ 10 пауэрбанков на powerbanki.top [/url], которые позволяют заряжать устройства даже в походных условиях. Основными характеристиками при выборе выступают емкость аккумулятора, количество интерфейсов, скорость зарядки и поддержка различных протоколов быстрой зарядки.

    Пристальное внимание стоит уделить подбору пауэрбанка для iPhone, учитывая уникальность зарядки устройств Apple. Актуальные беспроводные повербанки поддерживают технологию MagSafe, обеспечивая максимально комфортное использование с iPhone 12 и более свежими моделями. При выборе важно обратить внимание на сертификацию MFi (Made for iPhone), которая подтверждает безопасность использования аксессуара с устройствами Apple. Емкие модели с емкостью 50000 mAh в состоянии обеспечить до 10-12 полных зарядов iPhone, а также подходят для зарядки MacBook и других ноутбуков благодаря поддержке USB Power Delivery.

    Источник: [url=https://powerbanki.top/ ]https://powerbanki.top/ [/url]

    по вопросам power bank это – обращайтесь в Telegram shh99

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের